নয়াদিল্লি, 19 নভেম্বর: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আমলা সিভি আনন্দ বোস ৷ জুলাই মাসে জগদীপ ধনকড় রাজ্যপালের পদে ইস্তফা দেন ৷ এখন তিনি দেশের উপরাষ্ট্রপতি ৷ তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন লা গণেশন (Ex-bureaucrat C.V. Ananda Bose on West Bengal) ৷
এরপর 17 নভেম্বর রাতে রাষ্ট্রপতির সচিবলায় থেকে সিভি আনন্দ বোসের নাম ঘোষণা করা হয় ৷ বাংলা সম্পর্কে তাঁর ধারণা কী ? সম্প্রতি একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি একবার পশ্চিমবঙ্গে গেলে বিষয়গুলি বুঝতে পারব ৷ তারপর রাজ্য সম্পর্কে আমার চিন্তাভাবনা জানাব ৷"
রাজ্যপাল বিজেপির 'বি' দলের লোক হিসেবে কাজ করেন বলে অভিযোগ ওঠে দেশের বিভিন্ন প্রান্তে ৷ এ প্রসঙ্গে রাজভবনের নয়া বাসিন্দা বলেন, "এটা একটা রাজনৈতিক পর্যবেক্ষণ । সাংবিধানিক বা আইনের অন্তর্ভুক্ত কিছু নয় ৷ রাজনীতি থেকে দূরত্ব রেখে আমি ভারতের সংবিধান অনুযায়ী নিজেকে রাজ্যপালের ভূমিকাতেই সীমাবদ্ধ রাখতে চাইব ৷ তথ্য অনুসারে কাজ করব, কোনও অভিযোগের ভিত্তিতে নয় ৷"