কলকাতা, 10 নভেম্বর:আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুতে (IIT Kharagpur Student Death) উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে কলেজে র্যাগিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত (HC orders vigilance over ragging)। এ বিষয়ে কলেজকে সতর্ক হতে বলেছেন বিচারপতি ৷ আইআইটি খড়্গপুর র্যাগিং রুখতে কী ব্যবস্থা নিয়েছে ? কর্তৃপক্ষের থেকে সেই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । আগামী সোমবার সেই রিপোর্ট দিতে হবে । পাশাপাশি পুলিশকে এই সংক্রান্ত আপডেটেড রিপোর্ট দিতে বলেছে আদালত (Concerned over student death)। এই মামলার পরবর্তী শুনানি 22 নভেম্বর । তদন্তকারী অফিসারকে উপস্থিত থাকতে হবে পরবর্তী শুনানিতে ।
আইআইটি খড়গপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসার-সহ পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ । এ দিন এই ঘটনার পুলিশ সুপারের রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে ৷
রাজ্যের আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, যে মারা গিয়েছে সে একজন ছাত্র, যে নিজেও ডিপ্রেশনে ছিল । ফয়জানের বন্ধু সমর্থ সেনই প্রথম ফয়জানের দেহ দেখে । 11টা পর্যন্ত ফয়জানকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল । 12 এবং 13 তারিখ তার কোনও গতিবিধি ধরা পড়েনি । পচা গলা অবস্থায় 14 তারিখ দেহটি উদ্ধার হয় ।