পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

IIT Kharagpur Student Death: আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুতে উদ্বিগ্ন হাইকোর্ট, র‍্যাগিং নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ - কলকাতা হাইকোর্ট

আইআইটি খড়গপুরের ছাত্র মৃত্যুর (IIT Kharagpur Student Death) মামলায় উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট ৷ র‍্যাগিং নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি (HC orders vigilance over ragging)৷

concerned-over-student-death-at-iit-kharagpur-calcutta-hc-orders-vigilance-over-ragging
আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুতে উদ্বিগ্ন হাইকোর্ট, র‍্যাগিং নিয়ে সতর্ক হওয়ার নির্দেশ

By

Published : Nov 10, 2022, 5:51 PM IST

কলকাতা, 10 নভেম্বর:আইআইটি খড়গপুরে ছাত্র মৃত্যুতে (IIT Kharagpur Student Death) উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট । একইসঙ্গে কলেজে র‍্যাগিং নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত (HC orders vigilance over ragging)। এ বিষয়ে কলেজকে সতর্ক হতে বলেছেন বিচারপতি ৷ আইআইটি খড়্গপুর র‍্যাগিং রুখতে কী ব্যবস্থা নিয়েছে ? কর্তৃপক্ষের থেকে সেই রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট । আগামী সোমবার সেই রিপোর্ট দিতে হবে । পাশাপাশি পুলিশকে এই সংক্রান্ত আপডেটেড রিপোর্ট দিতে বলেছে আদালত (Concerned over student death)। এই মামলার পরবর্তী শুনানি 22 নভেম্বর । তদন্তকারী অফিসারকে উপস্থিত থাকতে হবে পরবর্তী শুনানিতে ।

আইআইটি খড়গপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন তদন্তকারী অফিসার-সহ পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ । এ দিন এই ঘটনার পুলিশ সুপারের রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে ৷

রাজ্যের আইনজীবী আমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, যে মারা গিয়েছে সে একজন ছাত্র, যে নিজেও ডিপ্রেশনে ছিল । ফয়জানের বন্ধু সমর্থ সেনই প্রথম ফয়জানের দেহ দেখে । 11টা পর্যন্ত ফয়জানকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল । 12 এবং 13 তারিখ তার কোনও গতিবিধি ধরা পড়েনি । পচা গলা অবস্থায় 14 তারিখ দেহটি উদ্ধার হয় ।

আরও পড়ুন:খড়গপুর আইআইটি-তে ছাত্র মৃত্যুর ঘটনায় কেস ডাইরি তলব হাইকোর্টের

বিচারপতি জানতে চান, ডাক্তার কী বলেছে, দুদিনে দেহ এমন ভাবে কম্পোজড হয় ? তখন রাজ্য জানায় তারা ভিসেরা রিপোর্টের জন্য অপেক্ষা করছে । ছাত্রের আইনজীবী রণজয় চট্টোপাধ্যায় বলেন, "আমার কাছে তথ্য প্রমাণ আছে যে ফয়জান র‍্যাগিং-এর স্বীকার ছিল । তাকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করা হত । বারবার অভিযোগ জানানো হয়েছিল । কিন্তু তাতে কোনও কাজ হয়নি । একই ঘটনার পুনরাবৃত্তি ঘটত ।"

বিচারপতি এরপর বলেন, যেই ছাত্ররা জয়েন্ট দিয়ে আইআইটি-তে যায়, তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত । কলেজ গুলোতে 'অ্যান্টি র‍্যাগিং কমিটি' তৈরি হয় কেন ? বিচারপতি মান্থা আরও বলেন, "র‍্যাগিং একটা রোগ । দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন । আশা করব, কলেজ কর্তৃপক্ষ সেই বিষয়টা দেখবেন । আমরা দোষ খোঁজার কাজ করছি না । আমরা সত্যি খোঁজার কাজ করছি ।"

গত 3 নভেম্বর খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কেস ডাইরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা । তদন্তকারী অফিসারকে আগামী বুধবার হাজির হতে হবে আদালতে । পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে গোটা ঘটনায় তাঁর বক্তব্য জানিয়ে রিপোর্ট দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details