পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rare Surgery: মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে প্রথম জটিল অস্ত্রোপচার, সুস্থ রোগী - Complicated Surgery

মালদা রেল হাসপাতালের ইতিহাসে প্রথম জটিল অস্ত্রোপচার করেছেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় । স্ক্যাপুলার রিকন প্লেটিংয়ের একটি অত্যন্ত বিরল জটিল অর্থোপেডিক সার্জারি করেছেন তিনি ।

Complicated Surgery
মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালে জটিল অস্ত্রোপচার

By

Published : Apr 16, 2023, 11:06 PM IST

কলকাতা, 16 এপ্রিল: মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালের ইতিহাসে প্রথম জটিল অস্ত্রোপচার । স্ক্যাপুলার রিকন প্লেটিংয়ের একটি অত্যন্ত বিরল জটিল অর্থোপেডিক সার্জারি পরিচালনা করে সফল হয়েছেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় ।সম্প্রতি এই ধরনের জটিল অস্ত্রোপচার হয়েছে দশরথ মণ্ডল নামে এক ব্যক্তির ।

রেল হাসপাতাল বরাবরই রোগীদের সেবায় নিয়োজিত । যে কোনও সুপার স্পেশালিটি হাসপাতালের মতোই পরিষেবা দেওয়ার চেষ্টা করে এই হাসপাতালও । এমনকি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ইস্টার্ন রেলওয়ের মেডিক্যাল ডিপার্টমেন্ট, সবসময় সেরা চিকিৎসার সুবিধা প্রদানের জন্য কঠোর প্রচেষ্টা করে । সেই রকমেরই জটিল এক অস্ত্রোপচার করে রেল হাসপাতালের মান বজায় রেখেছেন মালদার বিভাগীয় রেল হাসপাতাল । হাসপাতাল সূত্রে খবর, দশরথ মণ্ডল নামে এক ব্যক্তি ভর্তি হয়েছিলেন এই রেলের হাসপাতালে । তাঁর বয়স 42 বছর । বাম স্ক্যাপুলায় বিচ্ছিন্ন ফ্র্যাকচার সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন মালদার বিভাগীয় রেল হাসপাতালে । এই সমস্যা অত্যন্ত জটিল । মালদা রেল হাসপাতালের ইতিহাসে এই ধরনের অপারেশন আগে কখনও করেননি সেখানকার চিকিৎসকরা । তবুও অন্য কোথাও রেফার না করে সেখানেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা ।

আরও পড়ুন: স্বল্প পরিকাঠামোতেই জটিল অস্ত্রোপচার, অসাধ্যসাধন নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের

রোগী ভর্তি হওয়ার পর প্রাথমিক চিকিৎসা করা হয় । এরপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের দল । জানা গিয়েছে, থ্রিডি পুনর্গঠন-সহ বিস্তারিত প্রি-অপারেটিভ ওয়ার্কআপ উইটজি সিটি স্ক্যান করা হয়েছিল ওই ব্যক্তির । অস্ত্রোপচার শেষে টাইটানিয়াম বাইকোলামনার রিকন প্লেটিং দিয়ে ঠিক করা হয়েছে । উভয় পার্শ্বীয় কলাম এবং মেডিক্যাল কলাম আলাদাভাবে স্থির এবং স্থিতিশীল করা হয়েছে । এই ধরনের বিরল এবং জটিল অস্ত্রোপচার করেন হাসপাতালের অর্থোপেডিক সার্জেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়, মালদার ডিভিশনাল মেডিক্যাল অফিসার এবং জেনারেল অ্যানেস্থেসিয়া অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ পার্থ প্রতিম ভট্টাচার্য ।

চিকিৎসকরা জানিয়েছেন, এই জটিল অস্ত্রোপচারের পর রোগী এখন ভালো আছেন । নিয়মিত তাঁর প্রতি নজর রাখা হয়েছে । আপাতত তিনি একেবারেই স্থিতিশীল । আশা করা যাচ্ছে দুই মাসের মধ্যে ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন । মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে এই ধরনের জটিল অস্ত্রোপচার করে একজন ব্যক্তির জীবন বাঁচিয়ে খুশি হাসপাতাল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details