কলকাতা, 16 এপ্রিল: মালদা বিভাগীয় রেলওয়ে হাসপাতালের ইতিহাসে প্রথম জটিল অস্ত্রোপচার । স্ক্যাপুলার রিকন প্লেটিংয়ের একটি অত্যন্ত বিরল জটিল অর্থোপেডিক সার্জারি পরিচালনা করে সফল হয়েছেন ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় ।সম্প্রতি এই ধরনের জটিল অস্ত্রোপচার হয়েছে দশরথ মণ্ডল নামে এক ব্যক্তির ।
রেল হাসপাতাল বরাবরই রোগীদের সেবায় নিয়োজিত । যে কোনও সুপার স্পেশালিটি হাসপাতালের মতোই পরিষেবা দেওয়ার চেষ্টা করে এই হাসপাতালও । এমনকি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ইস্টার্ন রেলওয়ের মেডিক্যাল ডিপার্টমেন্ট, সবসময় সেরা চিকিৎসার সুবিধা প্রদানের জন্য কঠোর প্রচেষ্টা করে । সেই রকমেরই জটিল এক অস্ত্রোপচার করে রেল হাসপাতালের মান বজায় রেখেছেন মালদার বিভাগীয় রেল হাসপাতাল । হাসপাতাল সূত্রে খবর, দশরথ মণ্ডল নামে এক ব্যক্তি ভর্তি হয়েছিলেন এই রেলের হাসপাতালে । তাঁর বয়স 42 বছর । বাম স্ক্যাপুলায় বিচ্ছিন্ন ফ্র্যাকচার সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন মালদার বিভাগীয় রেল হাসপাতালে । এই সমস্যা অত্যন্ত জটিল । মালদা রেল হাসপাতালের ইতিহাসে এই ধরনের অপারেশন আগে কখনও করেননি সেখানকার চিকিৎসকরা । তবুও অন্য কোথাও রেফার না করে সেখানেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা ।