পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Duare Sarkar Camp: সরকারি কাজ নিয়েও অভিযোগ জানানো যাবে দুয়ারে সরকার শিবিরে - দুয়ারে সরকার

রাজ্যজুড়ে আবারও শুরু হয়েছে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির ৷ এবার থেকে এই শিবিরে সরকারি কাজ নিয়েও অভিযোগ জানানো যাবে ৷

Complaints regarding work under different Government Projects can be filed in Duare Sarkar
Duare Sarkar: সরকারি কাজ নিয়েও অভিযোগ জানানো যাবে দুয়ারে সরকার শিবিরে

By

Published : Nov 2, 2022, 2:10 PM IST

Updated : Nov 2, 2022, 3:00 PM IST

কলকাতা, 2 নভেম্বর:এবার দুয়ারে সরকারেও (Duare Sarkar) জানানো যাবে অভিযোগ ৷ সরকারি বিভিন্ন পরিষেবা নিয়ে বাসিন্দাদের কোনও অভিযোগ থাকলে তা সরাসরি জানানো যাবে দুয়ারে সরকারের শিবিরে ৷ এর ভিত্তিতে অভিযোগকারীকে নির্দিষ্ট রশিদ দেওয়া হবে ৷ এখানেই শেষ নয় ৷ সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হল, প্রশাসনের তরফে তাও জানাতে হবে অভিযোগকারীকে ৷ উল্লেখ্য, মঙ্গলবার (1 নভেম্বর, 2022) থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে ৷ এবারের শিবিরে বেশ কিছু নতুন পরিষেবা মিলবে বলে আগেই জানানো হয়েছিল ৷ দুয়ারে সরকার শিবিরগুলিতে কেমন কাজ চলছে, তার নজরদারিতে থাকছেন স্বয়ং মুখ্যসচিব ৷

সূত্রের দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই প্রশাসনের নিচুতলায় স্বচ্ছতা আনতে জোর দিচ্ছে রাজ্য সরকার ৷ সেই কারণেই এবার থেকে দুয়ারে সরকার শিবিরে সরকারি কাজ সংক্রান্ত যেকোনও ধরনের অভিযোগ জানানোর বন্দোবস্ত করা হয়েছে ৷ শুধুমাত্র সরকারি পরিষেবা নয়, নাগরিকরা যে সমস্ত সুযোগসুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার শিবিরে আসেন, সেগুলি নিয়েও যদি কোনও সমস্যা হয়, তাহলে তা নিয়েও অভিযোগ জানানো যাবে এই শিবিরগুলিতেই ৷ নবান্নের নির্দেশ, দুয়ারে সরকার শিবিরে কেউ যদি কোনও অভিযোগ করেন, তাহলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে ৷ রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

আরও পড়ুন:সরকারি কাজ নিয়েও অভিযোগ জানানো যাবে দুয়ারে সরকার শিবিরে

সাধারণত, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে 27টি প্রকল্পের সুবিধা সরাসরি পায় সাধারণ মানুষ এবং এই সুবিধা মেলে একদম নাগরিকের ঘরের পাশে ৷ নবান্নের নির্দেশ, কোনও বাসিন্দা দুয়ারে সরকার শিবিরে কোনও অভিযোগ জানাতে এলে তা অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিকদের গ্রহণ করতে হবে ৷ তারপর অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে অভিযোগকারীকে জানাতে হবে ৷ মুখ্যসচিবের নজরদারিতে চলবে এই প্রক্রিয়া ৷ প্রত্যেক জেলাকে নির্দিষ্টভাবে মুখ্যসচিবকে জানাতে হবে, মোট কত সংখ্যক অভিযোগ দুয়ারে সরকার শিবিরে জমা পড়েছে এবং সেই অভিযোগগুলি নিয়ে কী কী পদক্ষেপ করা হয়েছে ৷

সাধারণত, প্রত্যেক জেলাতেই সরকারি কাজকর্ম নিয়ে অভিযোগ জানানোর জন্য পৃথক ব্যাবস্থা থাকে ৷ স্থানীয়ভাবে সেই সমস্যাগুলি মিটিয়ে ফেলা হয় ৷ কিন্তু, তারপরও এই ধরনের অভিযোগ জানাতে গিয়ে বিড়ম্বনার শিকার হতে হয় বাসিন্দাদের ৷ এই সমস্যা মেটাতেই দুয়ারে সরকার শিবিরে অভিযোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ স্থানীয়ভাবে এই প্রক্রিয়া পরিচালনা করবেন সংশ্লিষ্ট জেলাশাসক ৷

Last Updated : Nov 2, 2022, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details