কলকাতা, 17 নভেম্বর : সকালে সন্তানের জন্ম দিয়েছিলেন বছর 33-এর এক যুবতি । সন্ধ্যার পরও তিনি সুস্থ ছিলেন । অথচ রাতে হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন তিনি । এরপর ভোরে তাঁর মৃত্যু হয় । চিকিৎসায় অবহেলার এমন এক অভিযোগের ঘটনার অন্তর্বর্তী নির্দেশে কলকাতার নাম করা বেসরকারি এক হাসপাতালকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন । এই এক লাখ টাকা মৃত যুবতির সন্তানের নামে ফিক্সড ডিপোজ়িট করে দেওয়ার জন্য বেসরকারি ওই হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে ।
ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) জানিয়েছে, নিউ আলিপুরে অবস্থিত ওই বেসরকারি হাসপাতালে হাওড়ার বাসিন্দা এক যুবতি 19 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ এক সন্তানের জন্ম দেন । তারপর মা ও শিশু সুস্থই ছিল । ওই দিন সন্ধ্যার পরও ওই যুবতির শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি । তাঁর সঙ্গে কথা বলে বাড়ি চলে যান পরিবারের সদস্যরা । এরপর রাত তিনটে নাগাদ হাসপাতাল থেকে ফোন করে পরিজনদের জানানো হয়, তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে । তাঁকে ICU-তে রাখা হয়েছে । এর ঘণ্টা দুই পর ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয় ।