কলকাতা, 29 নভেম্বর: ফের ব়্যাগিংয়ের অভিযোগ উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আবারও বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র্যাগিংয়ের অভিযোগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠিতে অভিযোগ জানিয়ে হস্টেল ছাড়লেন স্নাতকোত্তরের প্রথম বর্ষের এক ছাত্র। যদিও ওই ছাত্রের পরিচয় প্রকাশ্যে আনা হচ্ছে না। তবে জানা যাচ্ছে, অভিযোগকারী দর্শন বিভাগের স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র। ক'দিন আগেই মেন হস্টেলে ব়্যাগিংয়ের কারণেই ছাত্রমৃত্যুর অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। ব়্যাগিং করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তনীদের। তারপরেও হুঁশ ফেরেনি? উঠছে প্রশ্ন ৷
ওই ছাত্রের চিঠিতে কর্তৃপক্ষের উদ্দেশে তিনি লেখেন, "হস্টেলে যাওয়ার পর থেকে আমার উপর নানাভাবে ব়্যাগিংয়ের চেষ্টা করা হয়। প্রথমে যখন হস্টেলে মেস চালু হয়, তখন আমায় মেস কনভেনর করা হয়। কিন্তু আমি নতুন এবং আমার সঙ্গে আরও এক জন মেস কনভেনর (সেও) নতুন। মেস কমিটি যেভাবে বাজার করতে বলে, সেইভাবে আমরা বাজার করি। তা সত্ত্বেও গত 25 নভেম্বর সকালে বাজারের পর মাছের টুকরো কেন ছোট এবং ডাল কেন পাতলা হয়েছে, এই বলে আমাকে অকথ্য গালিগালাজ করা হয়।"