পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sabyasachi Dutta : আগের মন্তব্যেই অনড়, সব্যসাচীর বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটিতে অভিযোগ - রাজীব বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগে সব্যসাচী বলেন, ‘‘ ভিন রাজ্যের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা বাংলার মানুষ বুঝতেই পারেননি ৷’’ এছাড়াও তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বাংলার কোনও মুখ তুলে ধরতে না পারেতেই নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির ৷

সব্যসাচীর
সব্যসাচীর

By

Published : Jun 11, 2021, 5:52 PM IST

কলকাতা, 11 জুন : নির্বাচনের আগে থেকে দলবদল নিয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি ৷ ফল ঘোষণার পরও একই ধারা অব্যাহত রাজ্যে ৷ নির্বাচনের আগে শাসক দলের বেশিরভাগ নেতা নেত্রী বেসুরো ছিলেন, ফল ঘোষণা হতেই উলটপূরাণ ৷ এবার বেসুরো বিজেপি নেতা নেত্রীরা ৷

কয়েকদিন আগেই সরকাররে সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করার কথা বলেছিলেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় ৷ বেসুরো মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা ৷

কয়েকদিন আগে সব্যসাচী বলেন, ‘‘ ভিন রাজ্যের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা বাংলার মানুষ বুঝতেই পারেননি ৷’’ এছাড়াও তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে বাংলার কোনও মুখ তুলে ধরতে না পারেতেই নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির ৷

তবে সংবাদমাধ্যমকে এই ধরনের মন্তব্য করা দলীয় শৃঙ্খলাভঙ্গ বলেই মনে করছে রাজ্য বিজেপি । এ নিয়ে দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে অভিযোগও জমা পড়েছে । তবে তাতেও নড়ানো যাচ্ছে না তাঁকে । সব্যসাচীর পরিষ্কার কথা , ‘‘আমি আগে যা বলেছি এখনও তাই বলছি ৷ গ্রামবাংলার মানুষ ভিন রাজ্যের নেতাদের কথা বুঝতে পারেননি ।’’

আরও পড়ুন : লবিবাজি করে অবজ্ঞার করুণ পরিণতি, ফেসবুকে ক্ষোভ অনুপমের

মঙ্গলবার কলকাতার বিজেপির কার্যালয়ে বৈঠকে সময় কম থাকার অজুহাত দেখিয়ে, তাঁকে বলতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন সব্যসাচী ৷ এর পরেই সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি । এটাকেই শৃঙ্খলাভঙ্গ বলে মনে করছে বিজেপি নেতৃত্ব । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‘বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের নেতৃত্বে একটি শৃঙ্খলারক্ষা কমিটি গড়া হয়েছে । ওই কমিটির কাছেই সব্যসাচীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ।’’ তবে বিজেপি সূত্রে খবর খুব তাড়াতাড়ি শো-কজ নোটিস ধরানো হবে সব্যসাচীকে ৷

ABOUT THE AUTHOR

...view details