কলকাতা, 14 জুলাই:রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দকে টেনে বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যেই সমাজের নানা স্তরে সমালোচিত হয়েছেন ইসকনের সন্ন্যাসী অমোঘ লীলা। তাঁর এই মন্তব্যে জেরে একমাসের জন্য তাঁকে নিভৃতবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসকন কর্তৃপক্ষ । তবে এবার তাঁর বিরুদ্ধে আইনি পথে রুখে দাঁড়ালেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস । কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । এতে কাজ না হলে ভবিষ্যতে উচ্চ আদালতে যাওয়ার কথাও শোনা গিয়েছে ওই চিকিৎসকের মুখে ৷
বৃহস্পতিবার প্রথমে কসবা থানায় অমোঘ লীলা দাসের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করতে যান চিকিৎসক অরিন্দম বিশ্বাস ৷ সেখানে তাঁর মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে অভিযোগ গ্রহণ করা হয়নি । যেহেতু এই বিষয়টা ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, তাই সাইবার সেলে অভিযোগ জানানোর পরামর্শ ওই চিকিৎসককে দেয় কসবা থানার পুলিশ । কসবা থানার পরামর্শ মতো শুক্রবার লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক অরিন্দম বিশ্বাস । তিনি বলেন, "কসবা থানা অভিযোগ না নেওয়ার পরে আমরা সাইবার সেলে অভিযোগ জানিয়েছি । আমরা কিছুদিন দেখব এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় ৷ তারপরে দরকার হলে আমরা এর জন্য উচ্চ আদালতেও যেতে রাজি । কিন্তু বাংলা তথা বাঙালির এই অপমান মানব না ।"