পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফিরছে নোটবন্দি সময়কালের স্মৃতি, গ্যাসের সঙ্গে আধার লিংকের দীর্ঘ লাইনে হয়রানির শিকার গ্রাহকরা

Gas-Aadhaar Link for Subsidy: নোটবন্দি, প্যান-আধার লিংকের পর এবার গ্যাসের সঙ্গে আধার লিংকের দীর্ঘ লাইন ৷ হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ থেকে বয়স্কদের ৷ নোটবন্দি সময়কালের স্মৃতি উসকে চিন্তায় নাগরিক জীবন ৷

Gas Aadhaar Link
গ্যাসের সঙ্গে আধার লিংক

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 7:58 PM IST

ফিরছে নোটবন্দি সময়কালের স্মৃতি

কলকাতা, 19 ডিসেম্বর:প্যান, রেশন, ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের পর এবার গ্যাসের সঙ্গে আধার লিংকের নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ গ্যাস সিলিন্ডারের ভর্তুকি পান এমন গ্রাহকদের বায়োমেট্রিক দিয়ে আধারকে গ্যাসের সঙ্গে লিংক করতে হবে ৷ আর এই আধার যাচাইয়ের কাজ করাতেই লম্বা লাইন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির দফতরে । সকাল থেকে কাজ সারতে গড়াচ্ছে বিকেল ৷ যার জেরে তীব্র হয়রানির শিকার হচ্ছে সাধারণ থেকে বয়স্করা ৷ কারণ বয়স নির্বিশেষে নিজের নামে থাকা গ্যাসের ভর্তুকি পাওয়া ব্যক্তিদের এই লাইনে দাঁড়াতে হচ্ছে ৷

প্রত্যেকদিনের এই লম্বা লাইন ও হয়রানি আরও একবার মনে করিয়ে দিচ্ছে নোটবন্দি সময়কালের স্মৃতি ৷ সেসময় চরম হয়রানির শিকার হতে হয়েছিল সাধারণ মানুষকে ৷ ব্যাংক ও পোস্ট অফিসে 500 ও 1000 টাকার নোট ফেরানোর লাইনে দাঁড়িয়ে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছিল ৷ সেই পর্ব মিটলেও তারপরে আবার আসে প্যান, রেশন, ভোটার কার্ড,ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংকের সময় ৷ যেটি বাধ্যতামূলক করা হয় ৷ এরপরে 2000 হাজার নোট ফেরানোর পর্ব চলছে ৷ সেখানেও চোখে পড়ছে লম্বা লাইন ৷ তার থেকে মুক্তি মিলতে না মিলতে এবার গ্যাসের সঙ্গে আধার লিংকের পালা ৷

অনেকেই একাধিকবার লাইন দিচ্ছেন গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির দফতরের বাইরে ৷ দিনের পর দিন ফিরে যাওয়ার পর অবশেষে সম্পন্ন হচ্ছে লিংকের কাজ । সকাল থেকেই পড়ছে সেই লম্বা লাইন । উলটোডাঙা পেট্রোল পাম্পের লাগোয়া একটি গ্যাস সরবরাহ সংস্থার দফতরের সামনেও দেখা গেল এরকমই দীর্ঘ লাইন । রোদের মধ্যে কেউ বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে, তো কোনওমতে হেঁটে ওই পর্যন্ত এসেছেন বৃদ্ধা । কেউ কাজের জায়গায় হাজিরা দিয়ে এসে লাইনে দাঁড়িয়েছেন । তো কেউ কাজ সেরে গিয়ে কাজে যোগ দেবেন ৷

কলকাতার এক একটি গ্যাস এজেন্সির কম বেশি গ্রাহক সংখ্যা 30 থেকে 40 হাজার । বিপুল পরিমাণ লোকের এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় লাগছে । সরকারিভাবে চলতি বছরের শেষ দিন পর্যন্ত এই কাজ হবে বলে ঘোষণা না থাকলেও তেল সংস্থাগুলির তরফে এমনটাই দাবি করা হচ্ছে । জানা গিয়েছে, এই হয়রানি কমাতে বাড়ি বাড়ি যারা ভ্যানে গ্যাস দিয়ে আসেন তাঁদের যন্ত্র দেওয়া হচ্ছে ৷ যাতে এই কাজগুলি তাঁরা বাড়ি গিয়ে করে আসত পারেন । কিন্তু যারা গ্যাস বাড়িতে দিয়ে আসার কাজ করেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা বেশিরভাগই নেই ৷ তাই তাঁদের প্রশিক্ষণ দিয়ে সেই কাজ করার যোগ্য করে তুলতে সময় লাগছে । তাই দিনের বেলা এজেন্সিগুলির দফতর খুললেই পড়ছে লম্বা লাইন ।

গ্যাস সংস্থার কর্মীদের কথায়, একটু সময় লাগছে ঠিকই তবে দিনরাত এক করে এই কাজ করছি আমরা । ছুটি বলে কিছু নেই । কোম্পানির তরফে জানানো হয়েছে, এই কাজ চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে । সন্ধ্যা রাত পর্যন্ত কাজ করছি । গ্রাহকরাও সাহায্য করছেন । বৃদ্ধ মানুষজনের বা অসুস্থদের বাড়ি গিয়ে এই কাজ করানো হচ্ছে । কাজের সময় লাইনে দাঁড়িয়ে থাকতে খানিকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতাকে সেটা মানছেন সংস্থার কর্মীরা । লাইনে দাঁড়ানো অনেকের মতেই, কয়েক বছর আগের স্মৃতি চোখের সামনে ভাসছে ৷ সেসময় যেভাবে নোট বদলাতে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ৷ ঠিক ততটা না হলেও খানিকটা তেমনই হয়রানির মুখে পড়তে হচ্ছে এসবের জেরে ।

আরও পড়ুন:

  1. উৎসবের আগে ফের বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম, কলকাতায় কত ?
  2. আইন মেনেই নোটবন্দি ! সুপ্রিম রায়ে স্বস্তিতে মোদি সরকার
  3. আধার-প্যান লিংক করতে 1100 টাকা দিতে হিমশিম খাচ্ছে জনতা, ক্ষোভ সর্বস্তরে

ABOUT THE AUTHOR

...view details