কলকাতা, 19 মে: সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে কথা বলতে পারবেন মানুষ ৷ বিধানসভা নির্বাচনের আগে দিদিকে বলো হেল্পলাইন ব্যবস্থা চালু করেছিল তৃণমূল ৷ সেখানে ব্যাপক সাড়াও পেয়েছিল দল ৷ এবার সেই থেকে শিক্ষা নিয়েই সরাসরি মুখ্যমন্ত্রী চালু করতে চলেছে রাজ্য সরকার ৷ যেখানে রাজ্যের মানুষ সরাসরি ফোন করে নিজেদের অভাব-অভিযোগের কথা পৌঁছে দিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ শুক্রবার ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে সে কথা ঘোষণা করলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ৷
অনিল কাপুরের 'নায়ক' সিনেমার সেই দৃশ্য, যেখানে একদিনের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন অভিনেতা ৷ আর তিনি মানুষের সমস্যা শোনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করার আর্জি জানিয়েছিলেন ৷ মিলেছিল সাড়া ৷ সিনেমার দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর সামনের টেবিলে সার বেঁধে রয়েছে একাধিক ফোন ৷ আর সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে সমস্যা সমাধানের তদ্বির করছেন রাজ্যের মানুষ ৷ এখানেই শেষ নয়, জনতার ফোন পেয়ে তড়িঘড়ি সমস্যা নিরসনে একের পর এক নির্দেশও দিচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ কিন্তু সিনেমার মুখ্যমন্ত্রীর কাজের ধরনের সঙ্গে বাস্তবের মাটির পার্থক্য বিস্তর ৷ সিনেমায় যা অনেক সরলিকরণ করা হয়ে থাকে, বাস্তবে সেটাই অনেক জটিল ৷ কিন্তু দেখা যাচ্ছে, সেই সিনেমার ঘটনাই হুবহু তুলে আনতে চাইলেন বাস্তবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷