কলকাতা, 3 সেপ্টেম্বর : রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত । এর আগে 21 অগাস্ট রাজ্যপাল জগদীপ ধনকড় একটি টুইট করে কোরোনা মোকাবিলায় জিনিসপত্র কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন । সেই প্রসঙ্গে আজ ফের একবার টুইট করেন । টুইটারে তিনি লেখেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলাম, স্বচ্ছতা প্রমাণের জন্য দুই হাজার কোটি টাকার জিনিস কেনাকাটার বিষয়ে উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিতে । কিন্তু সেই কমিটির কোনও বিশ্বাসযোগ্যতা নেই । এর কাজ অত্যন্ত লজ্জাজনক ।"
21 অগাস্ট দুর্নীতি রুখতে স্বাধীন সংস্থার দ্বারা তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন রাজ্যপাল ৷ সেই প্রসঙ্গেই অন্য একটি টুইটে তিনি লেখেন, "হাজার হাজার কোটি টাকা দিয়ে জিনিস কেনার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কারণটি এড়িয়ে যাওয়া হয়েছে ।"
আরও পড়ুন :কোরোনার জিনিসপত্র কেনায় কোটি টাকার দুর্নীতি, অভিযোগ রাজ্যপালের