পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Joka Taratala Metro: কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন শেষ, দ্রুত শুরু হতে পারে জোকা মেট্রো

বৃহস্পতিবার শেষ হয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-এর পরিদর্শন পর্ব (commissioner of railway safety)। দ্রুত শুরু হতে পারে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা (Joka to Taratala metro service) ৷

ETV Bharat
Joka Taratala Metro

By

Published : Nov 10, 2022, 10:30 PM IST

কলকাতা, 10 নভেম্বর: বৃহস্পতিবার শেষ হল কলকাতা মেট্রোর পার্পেল লাইনের একাংশ জোকা থেকে তারাতলা পর্যন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস)-এর পরিদর্শন পর্ব (commissioner of railway safety) । এবার ছাড়পত্র মেলার অপেক্ষা । তারপরেই যে কোনও দিন শুরু হবে এই রুটে মেট্রো পরিষেবা (Joka Metro Service) ৷

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে এক সপ্তাহের মধ্যেই সিআরএস-এর রিপোর্ট চলে আসবে । আর সেই রিপোর্টের ওপরেই নির্ভর করছে কত দ্রুত এই রুটে মেট্রো চলাচল শুরু হবে ৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান ও বাকি আধিকারিকরা জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো রুট পরিদর্শন করেছেন ।

বৃহস্পতিবার সকাল 10.30 নাগাদ এই পরিদর্শন পর্ব শুরু হয়, চলে বিকেল 6টা পর্যন্ত চলে ৷ জোকা, শখের বাজার, বেহালা বাজার ও তারাতলা স্টেশন পরিদর্শন করেন আধিকারিকরা ৷ এদিন সিআরএস ডায়মন্ড হারবার রোডের ভায়া ডাকট (duct) পরিদর্শন করেন । জোকার কার ডিপোতে অটোমেটিক কার ওয়াশিং প্লান্ট উদ্বোধনও করেন তিনি।

আরও পড়ুন: বিকল্প উপায়ে চলতি বছরেই প্রায় 16 কোটি টাকা আয় হল কলকাতা মেট্রোর

এদিন মেট্রো স্টেশনগুলির কন্ট্রোল প্যানেল, অগ্নি নির্ধারণ ও নির্বাপণ ব্যবস্থা, ট্র্যাকের সবকটি পয়েন্ট, সাব স্টেশন, প্ল্যাটফর্ম, ট্র্যাক, এসকালেটর, লিফট-সহ যাত্রী সুরক্ষা ও যাত্রী স্বাচ্ছন্দের সমস্ত দিকগুলি খতিয়ে দেখেন রেল আধিকারিকরা । জোকা থেকে তারাতলা স্টেশন পর্যন্ত হয় ট্রলি ইনস্পেকশন । অর্থাৎ ট্রলি চালিয়ে ট্র্যাক পরীক্ষা করা হয় । একেবারে শেষে নন এসি রেকে চেপে স্পিড ট্রায়াল করে দেখেন আধিকারিকরা ।

প্রসঙ্গত এই রুটে গত 12 বছরে ধরে মেট্রোর কাজ চলছে। জমি জটের কারণে কিছুটা দীর্ঘায়িত হয়েছে এই কাজ । বেশ কিছুদিন ধরেই এই রুটে চলছে ট্রায়াল রান । দুটি পুরনো নন-এসি রেক ব্যাবহার করে নিয়মিত চলছে মহড়া দৌড় । এই অংশের নির্মাণকারী সংস্থা হল রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। বাণিজ্যিকভাবে এই লাইনে মেট্রো চালু হলে আপাতত চারটি অত্যাধুনিক মানের রেক পরিষেবা দেবে। যদিও ওই রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে রাজ্যে এসে পৌঁছতে এখনও আরও কিছুটা সময় লাগতে পারে (Joka to Taratala metro service)।

ABOUT THE AUTHOR

...view details