কলকাতা, 9 অগস্ট:কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করা প্রয়োজন ৷ জানাল কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড । ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বুধবার কলকাতা হাইকোর্টে জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে ইডির কোনও আপত্তি নেই । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জেল কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । আলিপুরের বেসরকারি হাসপাতালে হবে অস্ত্রোপচার ।
গত 3 অগস্ট নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি ভিত্তিতে হার্টের অপারেশনের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে ইডি-কে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এই ব্যাপারে তিনি মেডিক্যাল বোর্ডকে আজ আদালতে রিপোর্ট দিয়ে জানাতে বলেছিলেন ।
এ দিন ইডির তরফে সেই রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি অপারেশনের প্রয়োজন আছে । ইডির আধিকারিকদের যদি প্রয়োজন হয়, তাহলে এসএসকেএম হাসপাতালের সুপারের থেকেও সহযোগিতা নিতে আদেশ দেন বিচারপতি । একইসঙ্গে কেন্দ্রীয় হাসপাতালগুলিকেও প্রয়োজনে ইডির আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন তিনি ।