পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Command Hospital: জ্যোতিপ্রিয়র চিকিৎসার দায়িত্ব নিতে না চেয়ে হাইকোর্টে কমান্ড হাসপাতাল

Command Hospital on Jyotipriya Mallick Treatment: রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি ৷ তাঁর চিকিৎসা কমান্ড হাসপাতালে করানো যাবে বলে নিম্ন আদালত নির্দেশ দিয়েছে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কমান্ড হাসপাতাল ৷

Command Hospital
Command Hospital

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:23 PM IST

কলকাতা, 1 নভেম্বর: ‘ওভার বার্ডেনড’, তাই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার দায়িত্ব নিতে পারবে না কমান্ড হাসপাতাল । নিম্ন আদালত তাদের আবেদন ফেরত দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ওই হাসপাতাল কর্তৃপক্ষ । মামলা দায়ের করা হয়েছে ওই হাসপাতালের তরফ থেকে । যদিও বুধবারই জ্য়োতিপ্রিয়কে নিয়ে কমান্ড হাসপাতালে যায় ইডি ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷ পরে তাঁকে সেখান থেকে সিজিও কমপ্লেক্সে ফিরিয়েও নিয়ে আসে তারা ৷

কমান্ড হাসপাতালের তরফে গত সপ্তাহে নগর দায়রা আদালতে আবেদন করে জানানো হয়, ওই হাসপাতালে সেনাবাহিনীর লোকজন ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে তারা দায়বদ্ধ । এর আগেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালত । ফলে সমস্যায় পড়তে হয়েছিল তাদের । কিন্তু নগর দায়রা আদালতের বিচারক তাঁর নির্দেশে বদল করেননি ।

গত শুক্রবার নগর দায়রা আদালত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পাশাপাশি ইডিকে হাসপাতালেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু মন্ত্রী নির্দেশ শোনার পর আদালত কক্ষেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তড়িঘড়ি বিচারক তাঁর নির্দেশ বদলান । মন্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।

নগর দায়রা আদালতের বিচারক প্রথমে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশে লিখলেও, পরে তা সংশোধন করে জানান যে বেসরকারি হাসপাতালে যতদিন তাঁর চিকিৎসা চলবে, ততদিন ইডি হেফাজতের হিসাবের থেকে বাদ যাবে । মন্ত্রী একটু সুস্থ হলে তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো ও একই সঙ্গে দিনের তিনচার ঘণ্টা করে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারবে ।

সেই নির্দেশের বিরুদ্ধে গত শনিবারই নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল কমান্ড হাসপাতাল । কিন্তু তাদের আবেদনে সাড়া না দেওয়ায় এ দিন হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা । আগামিকাল, বৃহস্পতিবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেতেই জ্যোতিপ্রিয়কে নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডি

ABOUT THE AUTHOR

...view details