কলকাতা, 1 নভেম্বর: ‘ওভার বার্ডেনড’, তাই জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার দায়িত্ব নিতে পারবে না কমান্ড হাসপাতাল । নিম্ন আদালত তাদের আবেদন ফেরত দেওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ওই হাসপাতাল কর্তৃপক্ষ । মামলা দায়ের করা হয়েছে ওই হাসপাতালের তরফ থেকে । যদিও বুধবারই জ্য়োতিপ্রিয়কে নিয়ে কমান্ড হাসপাতালে যায় ইডি ৷ সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷ পরে তাঁকে সেখান থেকে সিজিও কমপ্লেক্সে ফিরিয়েও নিয়ে আসে তারা ৷
কমান্ড হাসপাতালের তরফে গত সপ্তাহে নগর দায়রা আদালতে আবেদন করে জানানো হয়, ওই হাসপাতালে সেনাবাহিনীর লোকজন ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে তারা দায়বদ্ধ । এর আগেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালত । ফলে সমস্যায় পড়তে হয়েছিল তাদের । কিন্তু নগর দায়রা আদালতের বিচারক তাঁর নির্দেশে বদল করেননি ।
গত শুক্রবার নগর দায়রা আদালত রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে কমান্ড হাসপাতালে রেখে চিকিৎসা করানোর পাশাপাশি ইডিকে হাসপাতালেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন । কিন্তু মন্ত্রী নির্দেশ শোনার পর আদালত কক্ষেই অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর তড়িঘড়ি বিচারক তাঁর নির্দেশ বদলান । মন্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।