কলকাতা, 17 অগস্ট: রাজ্যের বিধায়ক-মন্ত্রীদের গণহারে ই-মেল, হোয়্যাটসঅ্যাপ করছে কলেজ সার্ভিস কমিশনের মেধাতালিকাভুক্ত প্রার্থীরা । পাশাপাশি চলছে অনলাইন ক্যাম্পেন 'দুর্নীতি প্রতিরোধে খেলা হবে'। এসএসসি নিয়োগ দুর্নীতির পর এবার মাঠে নামলেন কলেজ সার্ভিস কমিশনের চাকরি প্রার্থীরা ৷ তাঁদের অভিযোগ, দুর্নীতির কারণে যোগ্য ও মেধা তালিকাভুক্ত প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন ৷ তাঁদের দ্রুত কলেজে নিয়োগের ব্যবস্থা করা হোক, আবেদন প্রার্থীদের (College Service Commission Candidates mail and WhatsApp letter to MLA and Ministers) ।
ই-মেল, হোয়্যাটসঅ্যাপ বার্তায় তাঁরা লিখছেন,2018 কলেজ সার্ভিসের নিয়োগ মূলত নিয়ম বহির্ভূতভাবে, দুর্নীতি, স্বজনপোষণ ও আর্থিক লেনদেনের মাধ্যমে হয়েছে । অধিকাংশ অযোগ্য, কম যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা চাকরি পেয়েছেন । সবদিক থেকে যোগ্য প্রার্থীদের বঞ্চিত হয়ে মেধা তালিকার শেষের দিকে থাকতে হয়েছে। কলকাতা হাইকোর্টে 2018-র কলেজ সার্ভিসে নিয়োগের সংখ্যাও উল্লেখ করা হয়েছে চিঠিতে ৷ কলেজ সার্ভিস দুর্নীতি এসএসসি নিয়োগের থেকেও বড় বলে দাবি প্রার্থীদের ।
তাঁরা আরও লিখেছেন, ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টে 170-এর অধিক মামলা চলছে 2018 কলেজ সার্ভিসের নিয়োগ নিয়ে । এই সমস্ত মামলার মাধ্যমেই বোঝা যাবে স্কুল সার্ভিসের তুলনায় কলেজ সার্ভিস নিয়োগে আরও বড় দুর্নীতি হয়েছে । চাকরিপ্রার্থীদের দাবি এই দুর্নীতির কারিগর দীপক কর । আর নেতৃত্বে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । কমিশনের চেয়ারম্যান দীপক কর পদ বাঁচানোর জন্য সরকারকে নানাভাবে ভুল তথ্য দিচ্ছে আর আইনের দিক থেকে ততটাই কোনঠাসা হয়ে পড়েছেন চেয়ারম্যান । অনুসন্ধান করলেই সঠিক তথ্য-সহ পুরো বিষয়টি জানা যাবে ।