কলকাতা, 16 ডিসেম্বর: শীত তার নিজস্ব ছন্দে বঙ্গে উপস্থিত । গত কয়েকদিনের পারদের ঊর্ধগতি সরিয়ে তা ফের নিচের দিকে নামতে চলেছে এবং এই নিচে নামা থিতু হবে । তা হবে কলকাতা-সহ পুরো রাজ্যেই (West Bengal Weather Update) । দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ৷ থাকবে না কুয়াশাও ৷
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "শীত প্রবেশ করেছে বঙ্গে । আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে । রাতের তাপমাত্রা দু-তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি কম হওয়ার সম্ভাবনা রয়েছে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘণ্টা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রির কাছাকাছি । যা স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি বেশি (Weather Forecast) । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ ।"
শুক্রবার কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি বা 14 ডিগ্রি তাপমাত্রা হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রির কাছাকাছি (Weather Report) । আপাপতত পশ্চিমের দিকের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকবে কলকাতার থেকে । উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরের যে পাঁচটি জেলা রয়েছে সেখানকার তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না ৷ আগামী পাঁচ দিন অর্থাৎ এখন যে তাপমাত্রা চলছে সেটাই থাকবে ।
আরও পড়ুন:বাড়ি-গাড়ি কেনার আগে শুভ যোগ জানুন রাশিফলে
উত্তরবঙ্গের নিচের জেলাগুলোর তাপমাত্রা সামান্য কমবে বলে জানা গিয়েছে ৷ আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গতে খুব একটা নেই । দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে তবে এটারও সম্ভাবনা কম । আর হলেও খুব বেশি হবে না ৷ দক্ষিণবঙ্গে কুয়াশা না-থাকলেও উত্তরবঙ্গে হালকা কুয়াশা থাকতে পারে ।