কলকাতা, 22 ডিসেম্বর: রাজ্যজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ ৷ প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গও ৷ এরই মধ্যে আশার কথা শোনাল হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে 25 ডিসেম্বরের পর থেকে রাজ্যে তেমন শীত উপলব্ধ হবে না (Weather Update In West Bengal) ৷ পাশাপাশি আকাশও পরিষ্কার থাকবে বলে জানিয়েছে, আবহাওয়া দফতর ৷
আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 48 ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না ৷ যেরকম এখন ঠান্ডা রয়েছে সেরকমই ঠান্ডা বজায় থাকবে। তবে 48 ঘন্টা পর থেকে দুইবঙ্গেই রাতের তাপমাত্রা বাড়বে।