কলকাতা, 5 জুলাই: এক ঢিলে দুই পাখি মারল কলকাতা পৌরনিগম। শহরে অপ্রতুল জায়গায় পরিবেশ বাঁচাতে বিকল্প হিসেবে গঙ্গাপাড়ে গাছ লাগানো শুরু করল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মঙ্গলবার প্রায় একশোরও বেশি নারকেল ও পাম গাছ লাগানো হল। এর ফলে পরিবেশ রক্ষায় এই পদক্ষেপ হলেও পাশাপশি এই গাছগুলোর জন্য পাড়ের ভাঙন কমবে অর্থাৎ ভূমিক্ষয় রোধ হবে। কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, গঙ্গার ধার ধরে ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগানোর পরিকল্পনা আছে।
কলকাতা ও লাগোয়া হাওড়া নিয়ে এক বছরে তিন কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এই নিয়ে সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উচ্চপর্যায়ে বৈঠকও করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে। বাবুঘাট লাগোয়া এলাকায় নদীর পাড়ে 120টির মতো লাগানো হয়েছে নারকেল ও পাম গাছ। কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, "কলকাতার গঙ্গাপাড়ে এই প্রথম নারকেল গাছ লাগানো হল। পরিবেশ যেমন রক্ষা পাবে ভূমিক্ষয় রোধ হবে। বাজা কদমতলা ঘাট থেকে রানি রাসমণি ঘাট পর্যন্ত লাগানো হচ্ছে গাছ ৷"