কলকাতা, 14 জুন: কয়লা পাচারকাণ্ডে ইতিমধ্যেই কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি (Anup Majhi) ওরফে লালাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন সিবিআই আধিকারিকরা (Coal smuggling case)। জানা গিয়েছে, অনুপ মাঝি পুরুলিয়ার অফিস থেকে নির্দেশ পাওয়ার পর কোটি কোটি টাকা বিভিন্ন প্রভাবশালীর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলেন হাওড়ায় একজন অ্যাকাউন্ট্যান্ট, যাঁর নাম নিরাজ সিংহ । তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ওই অ্যাকাউন্ট্যান্টকে একবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা (Rujira Banerjee)। এরপর থেকেই ওই অ্যাকাউন্ট্যান্ট পলাতক রয়েছে বলে সিবিআই সূত্রে খবর ।
অভিযোগ, বিদেশি ব্যাংকে কয়লা পাচারের টাকা সরিয়ে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আত্মীয়রা । প্রথমে আয়কর দফতর এই তথ্য সিবিআইকে দিয়েছে বলে মনে করা হচ্ছে । কারণ অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার অফিসে একাধিকবার তল্লাশি চালায় আয়কর দফতর । সেখান থেকে বেশকিছু ক্যাশ ভাউচার উদ্ধার করা হয় । একাধিক ফাইল এবং নথিপত্র ঘেঁটে আয়করের আধিকারিকরা সেই সব তথ্য তুলে দেয় ইডি এবং সিবিআই-এর হাতে । সেই অনুযায়ী এ বার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় ।