কলকাতা, 6 জুন : দেশ থেকে আগেই পালিয়েছেন ৷ লন্ডন, আমেরিকা বা কানাডা নয়, একেবারে প্রশান্ত মহাসাগরের বুকে ভানুয়াতু নামে একটি দ্বীপরাষ্ট্রে গিয়ে আত্মগোপন করেছেন কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র ৷ এমনকি সেখানকার নাগরিকত্ব পেয়ে গিয়েছেন ৷ তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই ৷
কয়লা ও গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সিবিআই একাধিক চাঞ্চল্যকর নথি পেয়েছে । আর এই নথিপত্র থেকেই সিবিআইয়ের আধিকারিকরা একপ্রকার নিশ্চিত যে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র যার নাম ভানুয়াতু সেই দ্বীপের নাগরিকত্ব ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন পলাতক বিনয় মিশ্র । তাই বিনয় মিশ্রের নাগাল পেতে বিদেশমন্ত্রকের সঙ্গে কথা বলছে সিবিআইয়ের আধিকারিকরা । এই বিষয়ে সিবিআই আধিকারিক জানিয়েছেন, গত বছরের ডিসেম্বর মাসের 22 তারিখে দুবাইয়ের ভারতীয় দূতাবাসে নিজের পাসপোর্ট সারেন্ডার করেছেন বিনয় মিশ্র ৷ তাঁর ভারতের নাগরিকত্ব ছাড়ার বিষয়ে তখনই জানা গিয়েছিল । বর্তমানে বিনয় মিশ্র এখন প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরের নাগরিক ।