পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনার কাজে যুক্ত সরকারি কর্মচারীদের উৎসাহ ভাতার দাবি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির - corona

কোরোনা নিয়ন্ত্রণে যে সকল সরকারি কর্মাচারী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ক্রমাগত কাজ করে চলেছেন তাঁদের উৎসাহ ভাতার দাবি জানাল রাজ্য কো-অর্ডিনেশন কমিটি ।

ছবি
ছবি

By

Published : Apr 18, 2020, 12:07 PM IST

কলকাতা, 18 এপ্রিল: সরকারি কর্মচারীদের উৎসাহ জোগাতে অতিরিক্ত ভাতার দাবি রাজ্য কো-অর্ডিনেশন কমিটির । কোরোনা প্রতিরোধে রাজ্যের যে সব সরকারি কর্মচারী নিরলসভাবে কাজ করে চলেছেন, তাঁদের কাজে উৎসাহ বাড়াতেই অতিরিক্ত ভাতার দাবি করলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ । পর্যাপ্ত সুরক্ষা এবং চিকিৎসা সরঞ্জাম ছাড়াই বহু স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক কোরোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে অনবরত পরিষেবা দিয়ে চলেছেন । তাঁদের উৎসাহিত করার জন্য রাজ্য সরকারের কাছে উৎসাহ ভাতার দাবি জানানো হয়েছে।


বিশ্বব্যপী কোরোনার সংক্রমণ ক্রমাগত বাড়ছে । সারাদেশের সঙ্গে এরাজ্যেও লকডাউনের মেয়াদ বেড়েছে। বিজয় শংকর সিংহ জানান, কোরোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অন্যান্য অংশের কর্মচারী এবং পুলিশ প্রশাসনের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। একইসঙ্গে জনসচেতনতা প্রচার ও প্রসারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকাও তাঁরা পালন করে চলেছেন। এই অসাধারণ ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের উৎসাহ ভাতা দেওয়া প্রয়োজন রাজ্য সরকারের । এছাড়াও তাঁদের সকলকে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে । বিজয় শংকর সিংহ বলেন, " ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবকে এই ভয়ঙ্কর প্রতিকূলতার সময়ে প্রশাসনকে সহযোগিতার বার্তাও দেওয়া হয়েছে সরকারি সংগঠনের পক্ষ থেকে । রাজ্য কো-অর্ডিনেশন কমিটি সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণে আন্তরিক ভূমিকা পালন করবে । সংগঠনগতভাবে জরুরিভিত্তিতে এখনও পর্যন্ত গোটা রাজ্যের 600-র বেশি বিপর্যস্ত পরিবারের পাশে সহায়তা নিয়ে হাজির হয়েছেন আমাদের সংগঠনের সদস্যরা । এই কাজ করা হয়েছে লকডাউনের মান্যতা দিয়েই । আরও অসহায় মানুষের পাশে পোঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে ।"


এছাড়ও সামগ্রিক চিকিৎসা পরিষেবা জনগণের কাছে নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার জন্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এই কাজে যুক্ত অন্যান্য কর্মচারীদের সুরক্ষা বলয়ের মধ্যে আনা এবং যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা চালু থাকা প্রয়োজন । বেতন নিয়ে কর্মচারীদের মধ্যে সঙ্গত ক্ষোভ রয়েছে বলেও জানিয়েছেন বিজয় শংকর সিংহ । সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের অতিরিক্ত উৎসাহ ভাতা দেওয়া জরুরি এই সময়। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোও হয়েছে বলে জানান বিজয় শংকর সিংহ।


ABOUT THE AUTHOR

...view details