কলকাতা, 11 জানুয়ারি: 16 জানুয়ারি থেকে কোরোনার টিকাকরণের কথা ঘোষণা করা হয়েছে । প্রথমে যাদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে ইতিমধ্যেই তার তালিকা তৈরি করেছে রাজ্য় সরকার। কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। কোরোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় চতুর্থ দফায় রয়েছে 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিরা। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে কলকাতা পৌরনিগম ইতিমধ্যেই শহর জুড়ে শুরু করেছে সমীক্ষা। প্রাথমিকভাবে তিন দফায় দেওয়া হবে কোরোনা ভ্যাকসিনের টিকা। চতুর্থ দফায় 50 থেকে 70 বয়সের কো-মরবিড ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে।
পঞ্চাশোর্ধ্ব কো-মরবিড ব্যক্তিদের কোরোনার ভ্যাকসিন দেওয়া হবে চতুর্থ দফায়
কোরোনার টিকাকরণের কাজ শুরু হচ্ছে 16 জানুযারি থেকে ৷ প্রথম দফায় কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে । কোরোনার ভ্যাকসিন প্রাপকদের তালিকায় চতুর্থ দফায় রয়েছে 50 থেকে 70 বছর বয়সি কো-মর্বিডিট ব্যক্তিরা।
আরও পড়ুন : কোরোনা ভ্যাকসিন বহনের গাইডলাইন দিল ডিজিসিএ
এখনও পর্যন্ত কো-মরবিড তালিকার সমীক্ষার 30 লাখ কাছাকাছি মানুষের থেকে তথ্য সংগ্রহ করেছে কলকাতা পৌরনিগম। কিন্তু শহরের প্রায় আরও 20 লাখ মানুষ বাদ পড়ে গেছে এই সমীক্ষা থেকে। অস্থায়ী কর্মীদের গাফিলতিতেই সম্পূর্ণ সমীক্ষা হয়নি বলে জানি গিয়েছে । তাই আগামীদিনে দ্বিতীয় দফায় অসম্পূর্ণ সমীক্ষার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন অতীনবাবু । অনেকক্ষেত্রেই বহুতল আবাসনগুলিতে পৌরনিগমের অস্থায়ী কর্মীরা প্রবেশ করতে পারেননি। তাই অসম্পূর্ণ রয়েছে সমীক্ষার কাজ।