কলকাতা, 12 মার্চ : আই লিগ জয়ী মোহনবাগানকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে আই লিগ জয়ী দলকে সংবর্ধিত করা হবে । পাশাপাশি ওই মঞ্চে সংবর্ধিত করা হবে বাংলার অনুর্ধ্ব -23 ক্রিকেট ছেলেদের দলকে । সম্মানিত করা হবে বাংলার মেয়েদের ক্রিকেট দলকেও । সর্বভারতীয় ক্রীড়া ক্ষেত্রে রাজ্যের সাফল্য আসলে সম্মান জানানোর কথা আগেই ঘোষণা করা হয়েছিল রাজ্য় সরকারের তরফে ।
আই লিগ জয়ী মোহনবাগানকে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী - মোহনবাগানের খবর
আই লিগ জয়ী মোহনবাগানকে নেতাজি ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি অনুর্ধ্ব 23ক্রিকেট ছেলেদের দল ও মেয়েদের ক্রিকেট দলকেও সম্মানিত করা হবে ৷
আইজ়ল FC হারিয়ে ফের আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান । কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পরেই আনন্দে মেতেছিলেন সমর্থকরা । ফুটবলাররাও তাতে অংশ নিয়েছিলেন । 24 ঘণ্টা পরেও সেই জয়োৎসব অব্যাহত । এরই মধ্যে সবুজ মেরুন ব্রিগেডকে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা করার খবর আসতেই উৎসবের আবহে যোগ হয়েছে বাড়তি মাত্রা ।
ম্যাচের পরের দিন মোহনবাগানের কোনও অনুশীলন ছিল না । আই লিগে এখনও চারটে ম্যাচ খেলতে হবে কিবু ভিকুনার দলকে । তার মধ্যে রবিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ রয়েছে । ফলে প্রস্তুতি জরুরি । কিন্তু খেতাব জয়ের আনন্দে আরও একদিন বাড়তি ছুটি দিয়েছেন কিবু ভিকুনা । শুক্রবার থেকে আই লিগ ডার্বির প্রস্তুতি শুরু করবেন তারা । ইতিমধ্যে মোহনবাগান কোচ জানিয়েছেন বাকি চারটে ম্যাচ তিনি সমান গুরুত্ব দিয়ে খেলবেন । কোচের পরিকল্পনা যাতে অন্য কোনওভাবে দিগভ্রান্ত না হয় সেই কারণে মোহনবাগান তাদের পতাকা উত্তোলন চার এপ্রিলের পরে করবে । সর্বভারতীয় ফুটবল ফেডারেশন চার এপ্রিল ম্যাচ শেষে আই লিগ ট্রফি মোহনবাগানের হাতে তুলে দেবে ।