কলকাতা, 25 এপ্রিল :রামপুরহাটের বগটুই নিয়ে ফের মামলা হল কলকাতা হাইকোর্টে । অভিযোগ, নিয়ম না মেনেই বগটুইয়ের ঘটনায় ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়ােপাধ্য়ায় (CM tries to influence witnesses by compensation in Bagtui case) ।
চাকরি দিয়ে আদতে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে । সবটাই বেআইনি । মুখ্যমন্ত্রী জনসাধারণের টাকা থেকে ক্ষতিপূরণ এবং চাকরি দিয়েছেন । এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ । এই দাবিতে এদিন মামলাকারী রোকাম আলির হয়ে মামলা দায়ের করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে এ নিয়ে হলফনামা তলব করেছে । 26 জুলাই মামলার পরবর্তী শুনানি ।