পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja: রাতে ঠাকুর দেখা ও পুজো কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত উপনির্বাচনের পর - mamata banerjee

অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পরার আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা ৷ এই পরিস্থিতিতে রাতে ঠাকুর দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে ৷ রাজ্যে রাতে বলবৎ রয়েছে নাইট কার্ফু ৷ রাতের পুজো দেখতে ছুট মিলবে কি না, এ ব্যাপারে মঙ্গলবার উদোক্তাদের সঙ্গে বৈঠকে পরিষ্কার কিছু জানালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Durga Puja
পুজো কার্নিভাল ও রাতে ঠাকুর দেখা নিয়ে সংশয়ে শহরবাসী

By

Published : Sep 7, 2021, 8:21 PM IST

কলকাতা,7 সেপ্টেম্বর : গতবারের মতো এবারও কোভিড বিধি মেনেই হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ৷ কিন্তু রাতের শহরে কী ঠাকুর দেখার স্বাদ মিটবে বাঙালির ? মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটির বৈঠকে এনিয়ে পরিষ্কার কিছু জানালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য প্রশাসন। ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এছাড়াও ছিলেন বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। সংক্রমণের মাঝে পুজো করতে কী কী নিয়ম-বিধি মানতে হবে তা খোলসা করেন মমতা। তিনি বলেন, "রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু এটা বাড়তে দিলে হবে না। বিশেষজ্ঞরা বলছেন তৃতীয় ঢেউ আসছে। তাই সব পুজো কমিটিগুলিকেই গতবারের মতো কোভিড বিধি মেনে চলতে হবে।'’

তবে রাতে ঠাকুর দেখা যাবে কি না, গেলেও রাত ক'টা পর্যন্ত দেখা যাবে, তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ যেহেতু রাজ্যে নাইট কার্ফু (রাত 11টা থেকে ভোর পাঁচটা) বলবৎ রয়েছে, তাই রাতে পুজো পরিক্রমা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷ এদিনের বৈঠকে এবিষয়ে খোলসা করে কিছু বলেননি মমতা ৷ 30 সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচনের পর তা ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ উপনির্বাচনে ভবানীপুরের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে চালু হয়ে গিয়েছে নির্বাচনের আচরণবিধি ৷ এই আচরণবিধির গেরোয় আটকে রাতের ঠাকুর দেখা নিয়ে এদিন ঘোষণা করতে পারেননি মমতা ৷ একইরকম ভাবে বিসর্জনের কার্নিভাল নিয়েও কোনও সিদ্ধান্ত জানাননি মুখ্যমন্ত্রী ৷ শুধু বলেছেন, পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

আরও পড়ুন:এবছরও দুর্গাপুজো কমিটিগুলিকে ₹50 হাজার করে অনুদান রাজ্যের

বাঙালির প্রাণের উত্‍সব দুর্গাপুজো। রাজ্য সরকারের উদ্যোগে যা বিশ্বমঞ্চেও সমাদৃত। কিন্তু, করোনার জেরে গতবার পুজো উদযাপনে নিয়ন্ত্রণ জারি ছিল। হইহুল্লোড়ে রাশ টানা হয়েছিল। এবারও সেই ধারাই বলবত্‍ থাকছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, ক্লাব চত্বরে স্যানিটাইজার রাখতে হবে। মাঝে মাঝেই মণ্ডপ স্যানেটাইজ করতে হবে। এছাড়া মণ্ডপে মাস্ক বিলি করা ও প্রয়োজনে কর্পোরেট সংস্থাগুলোকে কাজে লাগাতে হবে ৷

আগের বছরের যাবতীয় বিধি মেনে এ বছরও পুজো অনুষ্ঠিত হবে বাংলায়। তবে রাতে ছাড় থেকে শুরু করে পুজো কার্নিভাল সবটাই ঠিক করা হবে পরিস্থিতির উপর বিবেচনা করে। এদিন এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘নতুন করে কোনও বিধি নিষেধ নয়, গত বছর যে ভাবে পুজো কমিটিগুলি পুজো করেছিল, এ বছরও একইভাবে পুজো সম্পন্ন হবে।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details