কলকাতা, 15 মার্চ : কোরোনার জেরে ইতিমধ্যেই সরকার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । সূত্রের খবর, এবারে রাজ্য সরকারি অফিসগুলো বন্ধ থাকবে কি না বা কোন পদ্ধতি মেনে অফিসগুলি চলবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামীকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্য প্রশাসন দপ্তরের আধিকারিকেরা।
কোরোনা আতঙ্ক : সরকারি অফিস বন্ধ নিয়ে কাল বৈঠক নবান্নে - সরকারি অফিস বন্ধ নিয়ে বৈঠক
সূত্রের খবর, এবারে রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে কি না বা কোন পদ্ধতি মেনে অফিসগুলি চলবে সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে আগামীকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোরোনার প্রকোপ থেকে রাজ্যবাসীকে বাঁচাতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যে বাতিল হয়েছে বিভিন্ন সভা-সমাবেশ অনুষ্ঠান। রাজ্য সরকারের উদ্যোগে বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে । মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নির্দেশিকা দিচ্ছেন এক জায়গায় বহু মানুষ একত্রিত না হতে । সচেতনতা ও সর্তকতা অবলম্বন করতে । এমনকী , নিজেকে সুরক্ষিত রাখার দাওয়াই দিচ্ছেন তিনি ।
প্রশ্ন উঠছে, এই অবস্থায় রাজ্য সরকারি অফিসগুলিতে লাখ লাখ কর্মীর ক্ষেত্রে কী হবে ? সূত্রের খবর, এই প্রশ্নকে সামনে রেখে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন । রাজ্যের মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সরকারি কর্মচারীদের উদ্দেশে দিতে পারেন বিশেষ নির্দেশিকা ।