কলকাতা, 27 জুলাই : ইলেকট্রনিক ভোটিং মেশিন নয় । আগামী পৌরভোট হবে ব্যালটে । 21 জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । EVM হ্যাকিংয়ের অভিযোগ করেছিলেন তিনি । সেই সূত্রেই নির্বাচনে ব্যালট ফিরিয়ে নিয়ে আনার জন্য রীতিমতো আন্দোলন শুরু করে দিয়েছেন মমতা । লোকসভা নির্বাচনে 'খারাপ' ফলের পরও, তাঁর মূল অভিযোগ ছিল EVM-এর বিরুদ্ধেই । সেই সূত্রেই পঞ্চায়েত নির্বাচনের ঢঙে আগামী পৌরসভা নির্বাচনও ব্যালটে করতে চাইছেন মমতা । তাঁর এই ঘোষণা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । আইন বলছে, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা ঠিক করার দায়িত্ব নির্বাচন কমিশনের । মুখ্যমন্ত্রী এবিষয়ে কোনও নির্দেশ দিতে পারেন না । নির্বাচন কমিশন কিংবা আইনজীবীদের মতও তাই ।
যুব কংগ্রেস সভানেত্রী থাকাকালীন মমতা দাবি তুলেছিলেন, “নো এপিক, নো ভোট ।" সেই দাবিতেই হয়েছিল একুশের জুলাইয়ের বিক্ষোভ কর্মসূচি । এবারের একুশে জুলাই তিনি দাবি তুলেছিলেন, গণতন্ত্র ফেরাতে ব্যালট ফেরত চাই । সেই সূত্রেই সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী পৌরসভা ভোট হবে ব্যালটে । এপ্রসঙ্গে আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, “দলীয় সভায় দাঁড়িয়ে তিনি যা খুশি বলতে পারেন । শুধু উনি কেন? সোমেন মিত্র, সূর্যকান্ত মিশ্ররাও বলতে পারেন । কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বলতে পারেন না । সেই এক্তিয়ার ওঁর নেই । রাজ্যের পৌরআইন বলছে, এবিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী রাজ্য নির্বাচন কমিশন ।"