পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kanyashree Divas : মেয়েদের সাফল্য উদযাপন করছি, কন্যাশ্রী দিবসে শুভেচ্ছা মমতার - কন্যাশ্রী দিবসে মমতার শুভেচ্ছা

প্রতিবছর 14 অগস্ট দিনটা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই উপলক্ষে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata Banerjee tweet
Mamata Banerjee tweet

By

Published : Aug 14, 2021, 9:19 AM IST

কলকাতা, 14 অগস্ট : কন্যা সন্তানের উন্নতির লক্ষ্যে তৈরি প্রকল্প ৷ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের লাখো মেয়ে ৷ টাকার অভাবে আর পড়াশোনা আটকাচ্ছে না ৷ কন্যাশ্রী প্রকল্পের সরকারি অনুদানে মেয়েরা নিজেদের পথ বেছে নিচ্ছে ৷ এমন একটা প্রকল্প তৈরি করে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিবছর 14 অগস্ট দিনটা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে পশ্চিমবঙ্গ সরকার ৷ আজ কন্যাশ্রী দিবস উপলক্ষে টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ৷

শনিবার সকালে টুইটারে মমতা লেখেন, "আজ কন্যাশ্রী দিবসে আমি বাংলার মেয়েদের সাফল্যের কাহিনী উদযাপন করছি ৷ তাঁদের সাফল্য, প্যাশন, অধ্যাবসায়ে আমি গর্বিত ৷ লাখো মেয়ের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে কন্যাশ্রী প্রকল্প ৷ দেশের কন্যা সন্তান ও মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে সবসময় কাজ করা উচিত ৷" বাল্য বিবাহ রুখতে ও মেয়েদের শিক্ষার প্রসারে এই কন্যাশ্রী প্রকল্প রাষ্ট্রসংঘের সেরা প্রকল্পের সম্মান পেয়েছে ৷ মূলত, 13 বছর থেকে 19 বছর পর্যন্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে ।

আরও পড়ুন : Mukul Roy : এবার বিধানসভা চত্বরে বেফাঁস মুকুল, কৃষ্ণনগরে বিজেপির হয়ে দাঁড়ালেই জিতবেন

পরে কন্যাশ্রীর সাফল্য দেখে রূপশ্রী প্রকল্পও চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বাংলার মেয়েদের এগিয়ে আসার কাহিনী উঠে আসে ৷ যার পিছনে এই সরকারি প্রকল্পগুলির অবদান অনেকটাই বলে মনে করা হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে জেলায় জেলায় আজকের দিনটিকে উদযাপন করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details