পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

International Indigenous Day: আন্তর্জাতিক আদিবাসী দিবসে শুভেচ্ছা মমতা-অভিষেকের - Mamata Banerjee Indigenous Day News

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৷ রাজ্য তথা দেশের আদিবাসী সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা

By

Published : Aug 9, 2023, 11:20 AM IST

Updated : Aug 9, 2023, 12:04 PM IST

কলকাতা, 9 অগস্ট: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৷ এই উপলক্ষ্যে বুধবার রাজ্য এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছেছেন ৷ গতকালই কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷

আজ ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সকালেই সামাজিক মাধ্যমে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের শক্ত বুননের উপর দাঁড়িয়ে ৷" তিনি এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে সবাইকে সেই প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প, পরম্পরা উদযাপনের আহ্বান জানিয়েছেন ৷ এতে রাজ্যের পরিচিতি আরও সমৃদ্ধ হবে বলে তিনি মনে করেন ৷

মমতা আরও লিখেছেন, "সবাই আদিবাসী ভাই-বোনেদের পাশে হাঁটার অঙ্গীকার করি ৷" রাজ্য, দেশ এবং বিশ্ববাসীকে জাতপাত, গোষ্ঠী, ধর্ম এবং বর্ণবৈষম্যের ঊর্ধ্বে ওঠার বার্তাও দিয়েছেন মমতা ৷ আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কারণ এই লড়াই শুধুমাত্র কোনও একটি সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবজাতির ৷

আমেরিকা থেকে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় লিখেছেন, "পশ্চিমবঙ্গকে বৈচিত্রময় করে তোলা এবং রাজ্যের উন্নতিতে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকা অনস্বীকার্য ৷ আজ আমরা তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দিলাম ৷ আসুন, তাদের অধিকারকে রক্ষা করি ৷ তাদের অভিনবত্বের উদযাপন করি ৷ অঙ্গীকার করি, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক ৷ জয় জোহর !"

আরও পড়ুন: শান্তিপূর্ণ আন্দোলন জারি রাখার বার্তা দিয়েও কুড়মি নেতাদের মুখে মমতার প্রশংসা

মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সম্প্রদায়কে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে একটি বিশেষ বার্তা দেন ৷ এদিন তিনি লেখেন, "আজ জঙ্গলমহল সফরের প্রথমদিনে আমি কুড়মি নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করলাম ৷ বিভিন্ন বিষয়ের চর্চার মাধ্যমে এই সুসংগঠিত বৈঠকটি সম্পন্ন হয়েছে ৷ কুড়মি জনজাতির সার্বিক উন্নয়নের জন্য আমাদের জনদরদী সরকার সর্বদা নিবেদিতপ্রাণ। আমাদের মা-মাটি-মানুষের সরকার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনযাপনের মানোন্নয়নের জন্য সদা তৎপর। আমি আশাবাদী এই বৈঠক আগামীদিনে কুড়মি জনজাতির প্রত্যেকটি মানুষের জীবনে আলোর দিশারী হয়ে কাজ করবে ৷"

Last Updated : Aug 9, 2023, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details