কলকাতা, 9 অগস্ট: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস ৷ এই উপলক্ষ্যে বুধবার রাজ্য এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবারই মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে পৌঁছেছেন ৷ গতকালই কুড়মি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
আজ ঝাড়গ্রামে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ সকালেই সামাজিক মাধ্যমে রাজ্য তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের শক্ত বুননের উপর দাঁড়িয়ে ৷" তিনি এই আন্তর্জাতিক আদিবাসী দিবসে সবাইকে সেই প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প, পরম্পরা উদযাপনের আহ্বান জানিয়েছেন ৷ এতে রাজ্যের পরিচিতি আরও সমৃদ্ধ হবে বলে তিনি মনে করেন ৷
মমতা আরও লিখেছেন, "সবাই আদিবাসী ভাই-বোনেদের পাশে হাঁটার অঙ্গীকার করি ৷" রাজ্য, দেশ এবং বিশ্ববাসীকে জাতপাত, গোষ্ঠী, ধর্ম এবং বর্ণবৈষম্যের ঊর্ধ্বে ওঠার বার্তাও দিয়েছেন মমতা ৷ আদিবাসী সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ কারণ এই লড়াই শুধুমাত্র কোনও একটি সম্প্রদায়ের জন্য নয়, সমগ্র মানবজাতির ৷