পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Mamata Slams Suvendu: 'কেঁচো খুঁড়তে গেলে কেউটে বেরোবে', নাম না করে শুভেন্দুকে হুঁশিয়ারি মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

পুজো শেষে মঙ্গলবার নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার নবান্নেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর গলায় উঠে এসেছে রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক প্রসঙ্গ। বিরোধীরা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারকে সামনে রেখে শাসক শিবিরকে আক্রমণ শাণিয়েছে। এই অবস্থায় পালটা আক্রমণের পথে গেলেন মমতা।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 6:16 PM IST

কলকাতা, 1 নভেম্বর: নাম করলেন না একবারও। তবু আক্রমণ শানালেন একদা তাঁর সহকর্মী বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে। দিলেন তদন্তের হুঁশিয়ারিও। রেশন দুর্নীতি কাণ্ডে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি এবং বিরোধীরা ৷ এবার তারই পালটা কড়া ভাষায় জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বাম-বিজেপিকে আক্রমণ করলেও, বিশেষ করে শুভেন্দু অধিকারীকেও এদিন নিশানা করেন মমতা ৷

পুজো শেষে মঙ্গলবার নবান্নে এসেছিলেন মুখ্যমন্ত্রী ৷ বুধবার নবান্নেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই তাঁর গলায় উঠে এসেছে রেশন দুর্নীতি থেকে শুরু করে একাধিক প্রসঙ্গ। বিরোধীরা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারকে সামনে রেখে শাসক শিবিরকে আক্রমণ শাণিয়েছে। এই অবস্থায় পালটা আক্রমণের পথে গেলেন মমতা।
নাম না করে বিরোধী দলনেতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, "আমি একটু ভাবছি। কারও কারও 60টা, 70টা বড় বড় ট্রলার আছে। কত বেনামী বাড়ি আছে, কত পেট্রোল পাম্প আছে, কত কোটি কোটি টাকা আছে ! তারা বড় বড় কথা বলে কী করে !" একই সঙ্গে, হুঁশিয়ারি দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরাও কাগজপত্র বের করছি। এতদিন করিনি। এখন ডেভেলপমেন্ট অথরিটি জমি কাকে দেওয়া হচ্ছে এক বছরের মধ্যে ক্যাবিনেটে জানাতে হয়। আমরা কি দেখতে গিয়েছি, হলদিয়া ডেভেলপমেন্টে যারা ছিলেন তারা কোন ল্যান্ড কত টাকায় বিক্রি করেছেন ? ডেভেলপমেন্ট অথোরিটি বানিয়েছিলাম ভালো কাজ করার জন্য ৷"

এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "দিঘা ডেভলপমেন্ট অথরিটির দায়িত্বে ছিলেন একজন ৷ মন্ত্রী থাকাকালীন কী করেছে, আমরা দেখতে গিয়েছি ? 600 হোটেলই তো তৈরি হয়েছে। আমরা একবারও জানতে গিয়েছি ! কেঁচো খুঁড়লে কিন্তু কেউটে বেরোবে।"

আরও পড়ুন: 'গ্রেফতার করে মুখ বন্ধ করার চেষ্টা চলছে ', তীব্র ক্ষোভ প্রকাশ মমতার

এদিন বামেদেরও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "বাম আমলে কত চিটফান্ড কোম্পানি হয়েছে ৷ কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল ? আমরা কাশ্মীর থেকে সারদা কর্তাকে গ্রেফতার করে এনেছিলাম ৷ এরপর কেস সিবিআইয়ের কাছে চলে যায় ৷" কেন্দ্রের বিজেপি সরকারের উদ্দেশে তিনি বলেন, "আজ ক্ষমতায় আছে অতি দর্প দেখাচ্ছে ৷ কাল ক্ষমতায় থাকবে না ৷ তখন কিন্তু অনেকেই ধরা পড়বে ৷ ঝুলি থেকে বেড়াল বেরোবে ৷"

ABOUT THE AUTHOR

...view details