পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Tweets over Ministry: 'রাক্ষুসে শাসন শেষ করেছিলাম', রাজ্যে পালাবদলের একযুগে স্মৃতিমেদুর 'দিদি' - রাজ্য পালাবদলের একযুগে স্মৃতিমেদুর মমতা

2011 সালের 20 মে ৷ ঠিক 12 বছর আগের কথা ৷ এদিনে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী সরকার গড়ে তৃণমূল কংগ্রেস ৷ 294টি আসনের মধ্যে সিপিএমের হাতে ছিল মাত্র 40টি আসন ৷ সবমিলিয়ে বামেদের ঝুলিতে গিয়েছিল 62টি আসন। 42টি আসনে জিতেছিল কংগ্রেস ।

ETV Bharat
মমতা বন্দ্য়োপাধ্যায়

By

Published : May 20, 2023, 12:59 PM IST

Updated : May 20, 2023, 1:06 PM IST

কলকাতা, 20 মে: আজ বাংলার রাজনীতিতে এক ঐতিহাসিক দিন ৷ 2011 সালের 20 মে দীর্ঘ 34 বছরের বাম জমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস ৷ বঙ্গে প্রথম তৃণমূল সরকার গড়ার কথা মনে করিয়ে টুইট করলেন রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী ৷ টুইটারে শনিবার দুপুরে তিনি লেখেন, "2011 সালে আজকের দিনে 34 বছরের পুরনো রাক্ষুসে শাসনকাল শেষ হয় ৷ পশ্চিমবঙ্গে সরকার গড়ে মা মাটি মানুষ ৷"

2021 সালে তৃতীয়বার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল ৷ এই সূত্র ধরে তিনি আরও লেখেন, "আজও আমরা প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছি ৷ রাজ্যের মানুষের জন্য নিজেদের ফের উৎসর্গ করেছি ৷" বাম দলকে আক্রমণের পাশাপাশি তিনি কেন্দ্রের বিজেপি সরকারকেও তুলোধনা করেন ৷ মমতা লেখেন, "কেন্দ্রে স্বৈরাচারী সরকারের এজেন্সি রাজ আমাদের আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে ৷ তবে দেশের লক্ষ লক্ষ মানুষ আমাদের এই পথ চলায় আমাদের সঙ্গে আছে ৷ 20 মে দীর্ঘজীবী হোক ৷"

2011 সালের বিধানসভা নির্বাচনে 294 আসনের বিধানসভায় 184 টি আসনে জয়ী হয় ঘাসফুল শিবির ৷ সেবার সিপিএম মাত্র 40টি আসনে জয়ী হয় ৷ সহযোগী বাম দলগুলি জিতেছিল আরও 22টি আসনে। সব মিলিয়ে বামেদের হাতে ছিল 62টি আসন ৷ আর কংগ্রেস 42 আসনে জয়ী হয়েছিল ৷ দুই প্রধান বিরোধী দলকে হারিয়ে সে বছরের 20 মে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল কংগ্রেস ৷ প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, আজই দক্ষিণের কর্ণাটকেও সরকার গড়ছে কংগ্রেস ৷ এ বছর বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপিকে ধরাশায়ী করেছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলটি ৷

দীর্ঘ সাড়ে তিন দশকের বাম শাসনের অবসান সমস্ত দিক থেকেই ঐতিহাসিক । সিঙ্গুর-নন্দীগ্রামে জমি আন্দোলন থেকে শুরু করে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএমের নেতৃত্বাধীন বামেদের পরাজিত করে বাংলায় ক্ষমতায় আসে তৃণমূল। 2011 সালের পর 2016 সাল এবং 2021 সালের বিধানসভানির্বাচনেও সবুজ ঝড় দেখেছিল বাংলা। 2016 সালের নির্বাচনে বেনজির বাম-কংগ্রেসের জোট টক্কর দিয়েছিল তৃণমূলকে । আর 2021 সালের ভোটে সর্বশক্তি প্রয়োগ করে বাংলা দখলের চেষ্টা করে বিজেপি। দু'বারই শেষ হাসি হাসেন মমতা । এবার সরকারে আসার এক যুগে পালাবদলের স্মৃতিতে ডুব দিলেন মমতা।

আরও পড়ুন: আগামী সপ্তাহে এগরা যেতে পারেন মুখ্যমন্ত্রী

Last Updated : May 20, 2023, 1:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details