কলকাতা, 1 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জ শেষ মুহূর্তের প্রচারে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in By Poll Campaign) ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রের শেষ মুহূর্তে প্রচারে মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের সূচি তৈরি হলেও এখনও তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচি । আর সে কারণেই এখনও স্পষ্টভাবে না বললেও দলের তরফে যতটুকু জানা যাচ্ছে তাতে আসানসোল এবং বালিগঞ্জ উভয় ক্ষেত্রেই শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে পারেন মমতা ।
আসলে এই দুটি কেন্দ্রের উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । গত দুই ভোটে আসানসোল লোকসভা আসনে সেভাবে সুবিধা করে উঠতে পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । এবার সেখানে তৃণমূল কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর লড়াই । এমনিতেই বিহারী ভোটার আধিক্য থাকা আসানসোল লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে । সেক্ষেত্রে তার প্রচারে উপস্থিত থাকবেন স্বয়ং তৃণমূল সুপ্রিমোই । কিন্তু তার আগেই প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে রাজ্যের শাসকদল চেষ্টা করছে দলনেত্রীর সভার ছাড়াও একটি মিছিলের আয়োজন করতে । তাহলে অনেক বেশি সংখ্যক মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারবেন তৃণমূল সুপ্রিমো ।