পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বাস্থ্যসাথীর কার্ড তুলতে জনতার সঙ্গে লাইনে দাঁড়াবেন মমতা - Mamata Banerjee to stand in queue

মুখ্যমন্ত্রী হলেও লো প্রোফাইলে থাকতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বেতন নেন না তিনি। নেন না দীর্ঘদিন যাবত সাংসদ থাকার পেনশন। বারবার তিনি দাবি করে থাকেন, ছবি এঁকে, কবিতা ও গান লিখে যে অর্থ উপার্জন হয় তা থেকেই চলে খরচ। মুখ্যমন্ত্রীর বার্তা, সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসার খরচের জন্য তাঁরও প্রয়োজন স্বাস্থ্য সাথীর কার্ড।

মমতা
মমতা

By

Published : Jan 4, 2021, 10:57 PM IST

কলকাতা, ৪ জানুয়ারি : রাজ্যবাসীর পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম লিখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামীকাল হরিশ চ্যাটার্জি স্ট্রিটের "দুয়ারে সরকার" ক্যাম্পে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ড তুলবেন তিনি।

মুখ্যমন্ত্রী হলেও লো প্রোফাইলে থাকতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বেতন নেন না তিনি। নেন না দীর্ঘদিন ধরে সাংসদ থাকার পেনশন। বারবার তিনি দাবি করে থাকেন, ছবি এঁকে, কবিতা ও গান লিখে যে অর্থ উপার্জন হয় তা থেকেই চলে খরচ। মুখ্যমন্ত্রীর বার্তা, সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসার খরচের জন্য তাঁরও প্রয়োজন স্বাস্থ্যসাথীর কার্ড। এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ব্যক্তিগতভাবে স্বাস্থ্য বিমা রয়েছে ।

10 কোটি মানুষের সাথী হওয়ার লক্ষ্য নিয়েই দুয়ারে সরকারের ক্যাম্পে স্বাস্থ্য সাথী কার্ড করাচ্ছেন তিনি। প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যেই রাজ্যের 10 কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার। দুয়ারের সরকার ক্যাম্পের মাধ্যমে বাড়ির একদম কাছ থেকেই স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করতে পারছেন সাধারণ মানুষ। আগামীকাল একইরকমভাবে এই কার্ড সংগ্রহ করবেন বাংলার মুখ্যমন্ত্রী।

ABOUT THE AUTHOR

...view details