কলকাতা, 30 জুলাই:শনিবার থেকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের প্রতি নজর রাজ্যবাসীর। কিন্তু আগামিকাল সকলের নজর থাকবে রাজ্য বিধানসভার দিকে। কারণ আগামিকাল রাজ্য বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তা তালিকাতেও থাকছেন তিনি। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্রস্তাব রাজ্য বিধানসভায় নিয়ে আনা হবে। প্রস্তাবক পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ৷
বক্তার তালিকায় নাম রয়েছে, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায়, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কল্লোল খান, অশোক দেব। এদের মধ্য থেকেই শাসকদলের তরফ থেকে এই ইস্যুতে বক্তব্য রাখবেন একাধিক মন্ত্রী ও বিধায়করা। অন্যদিকে, ওইদিন এই আলোচনায় উপস্থিত থাকবেন বিরোধী বিধায়করাও। যেহেতু আলোচনার মূল বিষয়ের মধ্যে বেশিরভাগটাই থাকবে নারী নির্যাতন তাই এই আলোচনায় বক্তা হিসাবে থাকবেন অগ্নিমিত্রা পল, শ্রীরূপা মিত্রের মতো মহিলা বিধায়করা।
আরও পড়ুন:বাদল অধিবেশনে আসতে পারে দু’টি অর্থ বিল, রাজ্যপালকে আগাম জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী