পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM to send greeting cards : পড়ুয়া ও শিক্ষকদের গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী, পালিত হবে স্টুডেন্টস উইক - students week

রাজ্যের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM to send greeting cards) ৷

greeting cards
মুখ্যমন্ত্রী

By

Published : Dec 30, 2021, 7:56 AM IST

কলকাতা, 30 ডিসেম্বর :মাঝে আর একদিন ৷ তারপরই ইংরেজি নববর্ষের আনন্দে মাতোয়ারা হবে মানুষ । নেটমাধ্যমে, এসএমএস মারফত চলবে শুভেচ্ছা আদানপ্রদান ৷ অনলাইনে শুভেচ্ছা বার্তা বিনিময়ের যুগে মানুষজন যেমন ভুলেছে চিঠি লেখা তেমনই ইতি পড়েছে গ্রিটিংস কার্ড আদান-প্রদানে । তাই পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের ইংরেজি নববর্ষে গ্রিটিংস কার্ড পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM to send greeting cards) । কার্ডে মুখ্যমন্ত্রীর সই থাকবে ৷ বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাঠানো হবে এই শুভেচ্ছা বার্তা ।

আগামী বছর 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত পালিত হবে 'স্টুডেন্টস উইক' । এই বিষয় স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব প্রত্যেক জেলাশাসক, কলকাতার পৌর কমিশনার ও জিটিএ সচিবকে নির্দেশ দিয়েছেন, যাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হয় এই গোটা সপ্তাহ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও একই নির্দেশিকা পাঠানো হয়েছে । গান-বাজনা, নাচ, আবৃত্তি, সঙ্গীত, নাটক, অঙ্কন প্রতিযোগিতা-সহ আরও বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে গোটা সপ্তাহ । এছাড়াও সরকারের শিক্ষামূলক প্রকল্পগুলির সম্বন্ধে পড়ুয়াদের জানানো হবে । স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এই 7 দিনই দু'ঘণ্টা হবে নানা অনুষ্ঠান ।

আরও পড়ুন: মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে ফিরে করোনা আক্রান্ত কাউন্সিলর ও বিধায়ক

কোভিডবিধি মেনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বা স্কুল ভবনের কোনও খোলা জায়গায় প্রার্থনা দিয়ে শুরু হবে 'স্টুডেন্টস উইক' পালন । প্রার্থনার পর প্রয়াত কোভিড যোদ্ধাদের স্মৃতির উদ্দেশে 1 মিনিট নীরবতাও পালন করা হবে । ওইদিনই প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পাঠানো গ্রিটিংস কার্ড । এছাড়াও পড়ুয়াদের দেওয়া হবে নতুন খাতা, বই । প্রত্যেক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও দেওয়া হবে মুখ্যমন্ত্রীর পাঠানো গ্রিটিংস কার্ড । এর আগেও ইংরেজি নতুন বছরে মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা বার্তা-সহ গ্রিটিংস কার্ড পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details