পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার - পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার

সুন্দরভাবে শেষ হয়েছে দুর্গাপুজো ৷ তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সেই সমস্ত পুলিশকর্মী থেকে শুরু করে দমকলের আধিকারিক ও অন্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
পুলিশ প্রশাসনকে ধন্যবাদ মমতার

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 12:28 PM IST

কলকাতা, 30 অক্টোবর:কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে দুর্গাপুজো ৷ বোধন থেকে বিসর্জন- সবশেষে কার্নিভাল; সমস্তটাই হয়েছে নির্বিঘ্নে ৷ আর তার জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনের অন্য কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

সোমবার সোশাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তিনি লেখেন, "শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়ে দুর্গাপুজো ৷ আমি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সমস্ত অফিসার ও সদস্যদের ধন্যবাদ জানাই ৷ পুজোর এই দিনগুলিতে নাগরিকদের ও পুজো উদ্যোক্তাদের পরিষেবা দিতে অক্লান্ত পরিশ্রম করার জন্য ধন্যবাদ ৷ তাঁদের নজরদারি আমাদের উৎসবকে অঘটন-মুক্ত রাখে ৷ আমার এই সমস্ত সহকর্মীদের স্যালুট ৷ আমি ফায়ার ব্রিগেড অফিসার ও অন্যা দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সহকর্মীদেরও ধন্যবাদ জানাই ৷ যারা মাঠে তাদের নিবেদিত ও ত্রুটিহীন পরিষেবা দিয়েছেন ৷ দুয়ারে পরিষেবা দেওয়ার এই চেতনাকে সাধুবাদ জানাই ৷"

পুজোর শুরু থেকেই সর্বত্র শান্তি বজায় রাখার বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে অন্যান্য বড় ক্লাব, সকলকেই বলেছিলেন জনসাধারণের সুবিধা করে পুজো করতে ৷ যাতে রাস্তাঘাট বন্ধ না হয় ভিড়ে তা দেখার কথাও বলেছিলেন ৷ আর সঙ্গে পুলিশ প্রশাসন তো ছিলই ৷ মহালয়ার পর থেকেই রাস্তায় ঠাকুর দেখতে জনজোয়ার সৃষ্টি হলেও তাই কোনও দুর্ঘটনা ঘটেনি ৷

এ বছর কলকাতা পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছিল দর্শনার্থীদের উদ্দেশ্যে ৷ ঠাকুর দেখতে বেরিয়ে কোন প্যান্ডেলে কতক্ষণ লাইন দিতে হবে তা ফোনেই দেখে নিতে পারছিলেন জনসাধারণ ৷ ভিড়ের মধ্যে পকেটমারি ও ছিনতাই রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ ৷ পুজোর সময় ভিড়ের মধ্যে এবার যাতে সাধারণ মানুষের কোনও জিনিস খোয়া না যায়, তার জন্য কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশনকে গুরুদায়িত্ব দিয়েছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ৷

কলকাতা পুলিশ কমিশনারের নির্দেশ ছিল, গোয়েন্দারা এবার পুজোর সময় সাধারণ মানুষের সঙ্গে ভিড়ের মধ্যে মিশে নিজেদের কর্তব্যে অবিচল থাকবেন ৷ চারপাশে নজর রাখবেন ৷ ভিড়ের মধ্যে থেকেই লুকিয়ে থাকা পকেটমার ও ছিনতাইবাজদের হাতেনাতে গ্রেফতার করবেন ৷ এর পাশাপাশি পুজো উদ্যোক্তারা আইনতভাবে বিধিনিষেধ মেনে পুজো করছেন কি না, তা ঘুরে দেখেন খোদ নগরপাল ৷

আরও পড়ুন : ঠিকা-স্বত্ব পেলে সবটা নিজেদেরই জায়গা, 'বস্তি'কে 'উত্তরণে' রূপান্তর মমতার

ABOUT THE AUTHOR

...view details