পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Durga Puja: দুর্গাপুজো দিয়ে বিশ্বকে একসূত্রে গাঁথার ভাবনা মমতার

দুর্গাপুজো দিয়ে বিশ্বকে জোরার ভাবনা মমতার ৷ কলকাতার পাশাপাশি জেলার পুজোরও প্রসংশা করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে, সামনের বছরের পুজোর সুরও এদিন বেঁধে দিয়েছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 10:03 PM IST

কলকাতা, 6 নভেম্বর: ভবানীপুরের বিজয়া সম্মিলনী থেকে দুর্গাপুজোকে সামনে রেখে বিশ্বকে একসুতোয় বাঁধার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, "এবছর দেশের 140টা পুজোকে আমি একটু মিষ্টিমুখ করিয়েছি। সামনের বার ঠিক করেছি সারা পৃথিবীকে যুক্ত করব।"

এদিন মমতা বলেন, "বাংলায় দুর্গাপুজো উৎসব হয়ে গেল। এরপর কালীপুজো, ছটপুজো, জৈনদের অনুষ্ঠান হয়েছে। এরপর আবার ঈদ, তারপর বড়দিন। সব পার্বণের মিলন মেলা যদি দেখতে চান সেটা বাংলা। বাংলাই সভ্যতা-সংস্কৃতি-ঐক্যের জন্ম দেয়। বাংলাই সকলকে নিয়ে চলতে শেখায়। দেশের স্বাধীনতা লড়াইয়ে কারা সামনের সারিতে ছিল ? বাংলা আর পঞ্জাব। তাই তাদের এত মিল। সবাইকে নিয়ে বাংলা চলে। এটা আমরা গান্ধিজি, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আম্বেদকর, গুরু নানকের হাত ধরে শিখেছি। বাংলাই আজকের আলোকবর্তিকা।"

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রে এই বিজয়া হচ্ছে। আমি গর্বিত এখানে এসে। এখানে সামান্য একজন কর্মী আমি। আপনারাই সম্পদ। আপনারা আছেন তাই আমি আছি।" মমতা বলেন, "আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই, আপনারাও আসেন। আপনাদের কৃতজ্ঞতা। আপনাদের সকলকে অভিনন্দন।"

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "এবার দুর্গাপুজোর সময় পুলিশ ও প্রশাসন খুব ভাল কাজ করেছে। তারা দিনরাত এক করে বাংলাকে সময় দিয়েছে। গোটা দেশের মানুষ এসেছেন। সারা পৃথিবী থেকে 40 হাজার বিদেশি এসেছিলেন এবার। ক্লাবগুলো এত সুন্দর কাজ করেছে। আর যারা কাজ করে তিন মাস ধরে। কেউ ছবি বানায়, কেউ প্যান্ডেল বানায় তাদেরও ধন্যবাদ। তাদের জন্য আজ পুজো সফল।"

আরও পড়ুন: 'নিজের নামে স্টেডিয়াম করিনি', বিজয়া সম্মিলনী থেকে মোদিকে তোপ মমতার

এবার জেলার পুজোরও প্রসংশা করেন মমতা। তিনি বলেন, "এবার জেলার পুজোগুলোও দেখলাম। এবার পায়ে আমার সমস্যা ছিল। এক হাজার 200 পুজো বসে বসে উদ্বোধন করেছি। ওরা দারুণ করেছে। ভাবছি ববি-অরূপ আগামী বছর কী করবে ? তোমাদের গবেষণাকে জেলা এবার ফেল করিয়ে দিয়েছে।" তিনি বলেন, "জেলার সব পুজো আমরা দেখেছি। জেলায় জেলায়, ব্লকে ব্লকে এবার কার্নিভাল হয়েছে। গোটা পৃথিবীর নজর কেড়েছে ওরা। 140 টা পুজোকে আমি একটু মিষ্টিমুখ করিয়েছি। সামনের বার ঠিক করেছি সারা পৃথিবীকে যুক্ত করব। এতদিন কার্নিভালে এক নম্বর ছিল ব্রাজিল। এতদিন তাকেও ছাপিয়ে গেছে বাংলা। আমি গর্বিত।"

ABOUT THE AUTHOR

...view details