কলকাতা, 6 নভেম্বর: ভবানীপুরের বিজয়া সম্মিলনী থেকে দুর্গাপুজোকে সামনে রেখে বিশ্বকে একসুতোয় বাঁধার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি বলেন, "এবছর দেশের 140টা পুজোকে আমি একটু মিষ্টিমুখ করিয়েছি। সামনের বার ঠিক করেছি সারা পৃথিবীকে যুক্ত করব।"
এদিন মমতা বলেন, "বাংলায় দুর্গাপুজো উৎসব হয়ে গেল। এরপর কালীপুজো, ছটপুজো, জৈনদের অনুষ্ঠান হয়েছে। এরপর আবার ঈদ, তারপর বড়দিন। সব পার্বণের মিলন মেলা যদি দেখতে চান সেটা বাংলা। বাংলাই সভ্যতা-সংস্কৃতি-ঐক্যের জন্ম দেয়। বাংলাই সকলকে নিয়ে চলতে শেখায়। দেশের স্বাধীনতা লড়াইয়ে কারা সামনের সারিতে ছিল ? বাংলা আর পঞ্জাব। তাই তাদের এত মিল। সবাইকে নিয়ে বাংলা চলে। এটা আমরা গান্ধিজি, রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, আম্বেদকর, গুরু নানকের হাত ধরে শিখেছি। বাংলাই আজকের আলোকবর্তিকা।"
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রে এই বিজয়া হচ্ছে। আমি গর্বিত এখানে এসে। এখানে সামান্য একজন কর্মী আমি। আপনারাই সম্পদ। আপনারা আছেন তাই আমি আছি।" মমতা বলেন, "আমি সব ধর্মের অনুষ্ঠানে যাই, আপনারাও আসেন। আপনাদের কৃতজ্ঞতা। আপনাদের সকলকে অভিনন্দন।"