কলকাতা, 27 মার্চ: রাজ্যের সংখ্যালঘু দফতর থেকে সরিয়ে মন্ত্রী গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সংখ্যালঘু দফতরের দায়িত্ব সামলাবেন বলে জানা গিয়েছে । আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমূল হোসেন (Tajmul Hossain)। সূত্র মারফত জানা গিয়েছে, গোলাম রব্বানির কাজে অসন্তুষ্ট হয়েই এই সিদ্ধান্ত মমতার ৷ সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের হার নিয়ে এমনিতেই চিন্তিত ছিলেন তিনি । তাই পঞ্চায়েত নির্বাচনের মুখে গোলাম রব্বানির অপসারণের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ।
রাজনৈতিক মহলের মতে, আমতার ছাত্র নেতা আনিশ খানের মৃত্যু এবং সম্প্রতি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গ্রেফতারির প্রতিবাদে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের একাংশের মনে চাপা অসন্তোষ জমা বাঁধতে শুরু করেছিল । সেই তথ্য প্রকাশ্যে মানতে না-চাইলেও রাজ্য সরকার যে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিতেন তা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সিদ্ধান্তে স্পষ্ট । মুখ্যমন্ত্রী শুধু সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন এমন নয়, একই সঙ্গে রাজ্যে সংখ্যালঘু উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন । যা এদিন রাজ্য মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে । সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।