পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ থেকে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী - আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক

আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক দিয়ে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী ৷ বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন । সেখানে দু'দিন থাকবেন ৷ পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

ফাইল ফোটো

By

Published : Aug 19, 2019, 12:49 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ হাওড়া জেলায় প্রশাসনিক বৈঠক দিয়ে সফর শুরু করবেন তিনি । এরপর যাবেন পূর্ব মেদিনীপুরে ৷ পরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি ৷

লোকসভা নির্বাচনের আগে জেলায় জেলায় একাধিক প্রশাসনিক বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর বেশ কিছুদিনের বিরতি ৷ আজ যাবেন হাওড়ায় ৷ সেখানে শরৎ সদনে জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি । বৈঠক সেরে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন । সেখানে দু'দিন থাকবেন ৷ আগামীকাল দিঘায় কনভেনশন সেন্টারের উদ্বোধন করবেন । বুধবার রয়েছে প্রশাসনিক বৈঠক৷

লোকসভা ভোটের জন্য উন্নয়নের কাজ অনেকটাই ব্যাহত হয়েছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ৷ এনিয়ে আগে নানা সভায় সরব হয়েছেন ৷ আর আজ থেকে ফের জেলা সফর শুরু করছেন তিনি ৷ জেলায় জেলায় নানা উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখবেন ৷ শুনবেন সংশ্লিষ্ট এলাকার নানা সমস্যা ও অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details