কলকাতা, 8 জুলাই : সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পাঠ্যক্রম থেকে বাদ ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্রের পাঠ । কেন্দ্রের এই সিদ্ধান্তে হতবাক মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থনীতি বিদ্যা এবং রাষ্ট্রবিজ্ঞান থেকে কীভাবে গণতান্ত্রিক অধিকার, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং ধর্মনিরপেক্ষতার মতো বিষয়গুলিকে বাদ দেওয়া হল সেই নিয়েই প্রশ্ন তোলেন তিনি ।
কোরোনা ভাইরাস সংকটের মাঝে পড়ুয়াদের উপর চাপ কমাতে মূল বিষয়গুলি অপরিবর্তিত রেখে পাঠক্রমের 30 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ CBSE-কে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠক্রমটি সংশোধন করার নির্দেশও দেওয়া হয় ৷