পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Budget Session in Assembly : "ভোটে হেরে নাটক করছে’’, বিধানসভায় বিজেপির বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া মমতার

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যপাল যদি ভাষণ না পড়তেন তাহলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত ৷ (CM Mamata Banerjee reacts on BJP protest in Assembly) ৷

West Bengal Assembly session
বিধানসভায় বিজেপির বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া মমতার

By

Published : Mar 7, 2022, 3:50 PM IST

Updated : Mar 7, 2022, 4:26 PM IST

কলকাতা, 7 মার্চ : "ভোটে হেরে নাটক করছে বিজেপি, এরকম আগে দেখিনি ৷ আজ যা হল তা অসংবিধানিক ৷ বিজেপি অগণতান্ত্রিক কাজ করছে ৷ আমি মর্মাহত ৷ রাজ্যপাল আজ ভাষণ দিতে না পারলে সাংবিধানিক সংকট তৈরি হত ৷" সোমবার বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের ভাষণ দেওয়ার আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গে এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee reacts on BJP protest in Assembly) ৷

বিধানসভা কক্ষে এদিন বিজেপি বিধায়কদের প্রবল বিক্ষোভের জেরে নিজের পুরো ভাষণ পড়তে পারেননি রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে এদিন অধিবেশন কক্ষ ত্যাগ করেন রাজ্যপাল ৷ এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভার সিঁড়িতে দাঁড়িয়ে বলেন "ভোটে হেরে বিজেপি অসভ্যতা, অভদ্রতা করছে ৷ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটি সরকারের সঙ্গে এরকম করা গণতন্ত্রের পক্ষে লজ্জার ৷ বিজেপি যা করেছে তা অশুভ ৷ একঘণ্টা ধরে অসভ্যতা করেছে বিজেপি ৷" রাজ্যপাল এদিন যদি ভাষণ দিতে না পারলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি পতে পারত বলেও দাবি করেছেন মমতা ৷ বলেছেন, "আমার অনুরোধে, আমাদের বিধায়কদের অনুরোধে রাজ্যপাল এদিন ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েন ৷ আমি নিজে হাতজোড় করে অনুরোধ করেছি রাজ্যপালকে ভাষণ পড়তে ৷ আমাদের বিধায়করা কোনও বিক্ষোভ দেখাননি, তাঁরা শান্তভাবে রাজ্যপালকে অনুরোধ করেছেন ভাষণ না পড়ে কক্ষ ত্যাগ না করতে ৷ নইলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত ৷ বাজেট অধিবেশনকে অনুমোদন করেছেন রাজ্যপাল ৷"

আরও পড়ুন : বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির, ভাষণের প্রথম ও শেষ লাইন পড়লেন রাজ্যপাল

বিজেপি এক ঘণ্টা ধরে এদিন বিধানসভা কক্ষে অসভ্যতা করেছে বলে মন্তব্য করেছেন মমতা ৷ এদিন বিক্ষোভের শুরুতেই রাজ্যপালকে তৃণমূল বিধায়করা অনুরোধ করেন ভাষণ পড়তে, কিন্তু তাতে রাজি হননি রাজ্যপাল ৷ সূত্রের খবর, বিক্ষোভ না থামলে ভাষণ না পড়েই বিধানসভা থেকে বেরিয়ে যেতে চেয়েছিলেন জগদীপ ধনকড় ৷ এপ্রসঙ্গে মুখোমন্ত্রী এদিন বলেন, "জানি না ওঁর উপর হয়তো কোনও চাপ ছিল ৷ তবে উনি আমাদের অনুরোধ মেনে ভাষণের দু'লাইন পড়েছেন ৷"

Last Updated : Mar 7, 2022, 4:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details