পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee on Chandrayaan-3: চন্দ্রাভিযানের সাফল্য বিজ্ঞানীদের, কোনও রাজনৈতিক ব্যক্তির নয় ; বার্তা মমতার - Chandrayaan 3 Mamata Banerjee

মিশন চন্দ্রযানের সাফল্য বিজ্ঞানীদের, কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নয় ৷ সামাজিক মাধ্যমে এমনইু লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

ETV Bharat
তৃতীয় চন্দ্রযান নিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 7:14 AM IST

Updated : Aug 23, 2023, 7:34 AM IST

কলকাতা, 23 অগস্ট: "চন্দ্রযান-3, সারা দেশের জন্য গর্বের বিষয়", সামাজিক মাধ্যমে এমনটাই লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্ট জানালেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ৷ দ্বিতীয় এনডিএ সরকারের সময়ে হওয়া এই মিশন ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে দেশে ৷ সেখানে নিজের মতামত পরিষ্কার করে জানালেন ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান সদস্য তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তিনি আরও জানান, দেশের বিজ্ঞানী থেকে অর্থনীতিবিদরা এই অভিযানের জন্য কঠিন পরিশ্রম করেছেন ৷ তারই ফসল তৃতীয় চন্দ্রযান ৷ দেশ তথা দুনিয়ার নজর এই ভারতীয় মহাকাশযানের দিকে ৷ সব ঠিক থাকলে বুধবার সন্ধ্যায় চাঁদের পিঠে সফ্ট ল্যান্ডিং করবে চন্দ্রযান-3 ৷ এর আগে 14 জুলাই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় তৃতীয় চন্দ্রযান ৷ আজ সন্ধ্যায় ভারতীয় মহাকাশযানটি চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ৷ সেই ঐতিহাসিক মুহূর্তের সরাসরি সম্প্রচারও হবে। তার আগে এই চন্দ্রযান মিশনের নেপথ্যে থাকা বিজ্ঞানী-সহ বাকি সব কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন: 'বুধে সব ঠিক না থাকলে 27 অগস্ট চাঁদে অবতরণ', চন্দ্রযান 3-এর জন্য প্ল্যান বি তৈরি ইসরোর

মমতা আরও লিখেছেন, "চন্দ্রযান মিশনের নেপথ্যে থাকা ইসরোর দলটি কঠিন পরিশ্রম করেছে । এই সাফল্য দেশের মানুষ, বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের ৷ তাঁদের মধ্যে রয়েছেন বাংলার বিজ্ঞানীও ৷ এই মিশনকে সফল করে তোলার পিছনে তাঁদের বড় অবদান আছে ৷ এটা প্রমাণিত যে, বিজ্ঞানী-অর্থনীতিবিদদের পরিশ্রমেই দেশের এই উন্নতি হচ্ছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা সংস্থার জন্য নয় ৷"

তৃণমূল সুপ্রিমো এই মিশনের অংশগ্রহণকারী সব বিজ্ঞানী, অর্থনীতিবিদ ও অন্যদের প্রশংসা করেন ৷ তিনি লেখেন, "যাঁরা ভারতের এই চন্দ্রাভিযানকে একটা বিশাল উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাঁদের প্রচেষ্টার প্রশংসা করছি ৷" বুধবার সন্ধ্যা নাগাদ চাঁদের পিঠে চন্দ্রযানের সফ্ট ল্যান্ডিং হওয়ার কথা ৷ এটাই এখন বড় চ্যালেঞ্জ ৷ দক্ষিণ মেরুতে নামবে তৃতীয় চন্দ্রযান ৷ ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান পাঠিয়েছে ৷

আরও পড়ুন: চন্দ্রযানের অবতরণ দেখবে পড়ুয়ারা, যোগীরাজ্যে সন্ধ্যাতেও স্কুল খোলা রাখার নির্দেশ

সেখানে চন্দ্রপৃষ্ঠে হালকাভাবে কোনও ঝাঁকুনি ছাড়া নামতে পারলে তা বিশ্বের মহাজাগতিক ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে ৷ নতুন ইতিহাস গড়বে ভারত ৷ এই প্রসঙ্গে মমতা লেখেন, "চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুর দিকে এগিয়ে চলেছে ৷ সফ্ট ল্যান্ডিং সফল হলে, তা আমাদের সবার একসঙ্গে উদযাপন করা উচিত ৷"

Last Updated : Aug 23, 2023, 7:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details