কলকাতা, 4 নভেম্বর : নবান্নে অনগ্রসর শ্রেণির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর ৷ মতুয়া, বাগদি, বাউড়ি সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে উদ্বাস্তুদের পাট্টা বিলি করেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের উন্নয়নে বোর্ড গঠনের কথা ঘোষণা করেন ৷
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "আজ থেকে 25 হাজার মানুষকে পাট্টা দেওয়া শুরু হয়েছে ৷ আরও 1 লাখ 25 হাজারের মতো পাট্টা দেওয়া হবে ৷ ধাপে ধাপে এই পাট্টা দেওয়া হবে ৷ আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না ৷" পাশাপাশি ডোকরা শিল্পীদের উন্নতির কথা বলেন তিনি ৷ স্বাস্থ্যসাথির আওতায় ডোকরা ও ছৌ শিল্পীদের আনা হয় ৷ তিনি আরও বলেন, "2011 থেকে তিন লাখ মানুষকে পাট্টা দেওয়া হয়েছে ৷ নিজভূমি, নিজগৃহতে বাড়ি করে দেওয়া হয়েছে ৷ আপনাদের দাবি ছিল নিঃশর্ত জমির দলিল দেওয়া হোক ৷ এই পাট্টা নিঃশর্ত জমির দলিল ৷ আমি 1987-88 থেকে উদ্বাস্তুদের জন্য লড়ছি ৷"