কলকাতা, 27 অগস্ট:এগরার ঘটনার পরেই পুলিশকে কড়া হতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু তারপরেও রবিবার ঘটে গিয়েছে দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ৷ যে ঘটনায় কমপক্ষে 7 জনের প্রাণ গিয়েছে ৷ মৃতদের মধ্যে শিশুও রয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দত্তপুকুরের বাজির কারখানায় বিস্ফোরণ নিয়ে রাজ্য পুলিশের ভূমিকায় আদৌ খুশি নন মুখ্যমন্ত্রী । আজ রবিবার হওয়ায় এদিন সন্ধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী ডেকে পাঠান রাজ্য পুলিশের ডিজি মনোজ মাল্যব্যকে ।
এদিন বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও । সেখানেই তিনি দত্তপুকুরের ঘটনা নিয়ে পুলিশের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট জানতে চান । প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যে অবৈধ বাজি কারখানা নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল রাজ্য পুলিশ । রাজ্য পুলিশের তরফ থেকে 6 দফা নির্দেশিকা জারি করে প্রতিটি থানায় পাঠানো হয়েছিল । এরপরেও কীভাবে এত বড় ঘটনা ঘটে গেল, কেন দত্তপুকুরের ওই অঞ্চলে বাজি কারখানা বন্ধের বিষয়ে রাজ্যের পুলিশ ব্যবস্থা নিল না, এমন সব প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। খুব স্বাভাবিকভাবেই বিষয়টিকে পুলিশি ব্যর্থতা হিসাবেই দেখছে রাজনৈতিক মহল ।