নিউটাউন, 27 সেপ্টেম্বর: চাকরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি এবং মানুষের মধ্যে সরকারকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে, তার মূলে একজনই ৷ আর তিনি হলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ তাই কোনও সমস্যার সমাধানই এই সরকার করতে পারবেন না ৷ এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ যেখানে, টেট ও এসএসসি নিয়োগ, থেকে শুরু করে গরুপাচার, কয়লাপাচার এমনকি রাজ্যে ভারী শিল্প না আসা সবের মূল রাজ্য মুখ্যমন্ত্রীই দায়ী বলে এ দিন মন্তব্য করেন দিলীপ ঘোষ (Mamata Banerjee is Main Reason of Every Problems) ৷
পাশাপাশি, এ দিন মদন মিত্রকেও একহাত নিয়েছেন ৷ তিনি অভিযোগ করেছেন, রাজ্যের রাজনীতিবিদদের নিয়ে সাধারণ মানুষ নানারকম খারাপ কথা বলেন ৷ আর এর আসল কারণ মদন মিত্রের মতো লোকজন ৷ দিলীপের ঘোষ বলেন, ‘‘তাঁর বোঝা উচিত, তিনি একজন সাধারণ মানুষ নন ৷ তিনি এ রাজ্যের মন্ত্রী ছিলেন একটা সময় ৷ তাঁর নিজের আচরণ নিয়ে ভাবনাচিন্তা করা উচিত ৷ এই কারণেই লোকজন রাজনীতিবিদদের নিয়ে উলটোপাল্টা কথা বলেন ৷ কেন বলেন, সেটা মদন মিত্রের মতো লোকেদের দেখলেই বোঝা যায় ৷ পাশাপাশি, মদন মিত্রকে জেল খাটার প্রসঙ্গ টেনেও নিশানা করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ৷
পুজো উদ্বোধনে গিয়ে ভুল মন্ত্র উচ্চারণ করা নিয়েও এ দিন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ ঘোষ ৷ তাঁর অভিযোগ, এই কারণেই বাংলার সংস্কৃতির দিন দিন অধঃপতন ঘটছে ৷ কটাক্ষের সুরে বলেন, ‘‘উনি তো ঊর্দূ, তামিল, তেলেগু সব জানেন ৷ কেবল সংস্কৃতটাই জানেন না ৷ পাপ করেছেন বলে মুখ দিয়ে শুদ্ধ সংস্কৃতটা বেরয় না ৷ আর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে গায়েত্রী মন্ত্র উচ্চারণ করা, আসলে পুরোটাই প্রচার সর্বস্ব বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ ৷
আরও পড়ুন:শীঘ্রই এসএসসিতে নিয়োগ শুরু, শারীর শিক্ষা ও কর্মশিক্ষায় প্রায় 1404 শূন্যপদ