পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Increased Imam Allowance: ইমাম ও মোয়াজ্জেম ভাতা 500 টাকা বাড়ালেন মমতা - মুখ্যমন্ত্রী

ইমাম ও মোয়াজ্জেম সম্মেলনে এদিন যান মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এদিন সেই সম্মেলনে উপস্থিত ইমাম ও মোয়াজ্জেমরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হতে পারেননি।

Etv Bharat
মোয়াজ্জেম ভাতা 500 টাকা বাড়ালেন মমতা

By

Published : Aug 21, 2023, 5:36 PM IST

Updated : Aug 21, 2023, 7:01 PM IST

ইমাম ও মোয়াজ্জেম ভাতা 500 টাকা বাড়ালেন মমতা

কলকাতা, 21 অগস্ট: নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে সোমবার ইমাম এবং মোয়াজ্জেম ভাতা 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ইমাম এবং মোয়াজ্জেম ভাতা নয়, এদিন এই মঞ্চ থেকে পুরোহিত ভাতাও 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

ইমাম ও মোয়াজ্জেম সম্মেলনে এদিন যান মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এদিন সেই সম্মেলনে উপস্থিত ইমাম ও মোয়াজ্জেমরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হতে পারেননি। বরং মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার কিছুক্ষণ পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন ইমাম ও মোয়াজ্জেমদের একটা বড় অংশ। বাইরে বেরিয়ে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও শুরু করেন তারা। তাদের অধিকাংশেরই বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারেই সংগতিপূর্ণ নয়।

2012 সালে ইমাম এবং মোয়াজ্জেম ভাতা ঘোষনা করার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই অবস্থায় 500 টাকা মাত্র ভাতা বাড়িয়ে ইমাম এবং মোয়াজ্জেমদের কার্যত এদিন অপমানই করেছেন মুখ্যমন্ত্রী। ইমামদের দাবি, মুখ্যমন্ত্রী বারবার বলেন, তাঁর টানাটানির সরকার ৷ সেক্ষেত্রে তিনি চাইলে ভাতা বৃদ্ধি নাও করতে পারতেন। কিন্তু 500 টাকা ভাতা বৃদ্ধি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ধাক্কা, পৌর দুর্নীতিতে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ

মূলত, এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই তারা নেতাজী ইনডোর ছেড়ে বেরিয়ে এসেছেন। ইমাম এবং মোয়াজ্জেমদের সন্তানদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে পাঁচ লক্ষ টাকা করে ঋণ নেওয়ার সুযোগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই ঘোষণাও যে ইমাম ও মোয়াজ্জেমদের খুশি করতে পেরেছে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্যে তা মনে হয়নি।

এই অনুষ্ঠানের সূচনার দিন থেকেই বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল ইমাম ভাতা বৃদ্ধি করে ভোটের আগে নিজের ভোট ব্যাংক নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মূলত সেই কারণেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এদিন এই অনুষ্ঠানের পরে এখানে উপস্থিত ইমাম-মোয়াজ্জেমরাও জানিয়ে দিলেন সরকারের ভাতা বৃদ্ধির পরিমানে সমর্থন নেই তাদের। ফলে এই নিয়েও নতুন করে হইচই শুরু হয়েছে।

Last Updated : Aug 21, 2023, 7:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details