কলকাতা, 21 অগস্ট: নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে সোমবার ইমাম এবং মোয়াজ্জেম ভাতা 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ইমাম এবং মোয়াজ্জেম ভাতা নয়, এদিন এই মঞ্চ থেকে পুরোহিত ভাতাও 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
ইমাম ও মোয়াজ্জেম সম্মেলনে এদিন যান মুখ্যমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে এদিন সেই সম্মেলনে উপস্থিত ইমাম ও মোয়াজ্জেমরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি হতে পারেননি। বরং মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনার কিছুক্ষণ পর থেকেই নেতাজি ইনডোর স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন ইমাম ও মোয়াজ্জেমদের একটা বড় অংশ। বাইরে বেরিয়ে এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও শুরু করেন তারা। তাদের অধিকাংশেরই বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বর্তমান পরিস্থিতির সঙ্গে একেবারেই সংগতিপূর্ণ নয়।
2012 সালে ইমাম এবং মোয়াজ্জেম ভাতা ঘোষনা করার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গিয়েছে। এই অবস্থায় 500 টাকা মাত্র ভাতা বাড়িয়ে ইমাম এবং মোয়াজ্জেমদের কার্যত এদিন অপমানই করেছেন মুখ্যমন্ত্রী। ইমামদের দাবি, মুখ্যমন্ত্রী বারবার বলেন, তাঁর টানাটানির সরকার ৷ সেক্ষেত্রে তিনি চাইলে ভাতা বৃদ্ধি নাও করতে পারতেন। কিন্তু 500 টাকা ভাতা বৃদ্ধি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা।