কলকাতা, 14 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে পুজো প্যান্ডেল না ঢেকে খোলা প্যান্ডেলে পুজো করতে হবে । পুজো কমিটিগুলোকে আজ এমনই নির্দেশ দিয়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । 25 সেপ্টেম্বর পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি । পাশাপাশি আজ দরিদ্র পুরোহিতদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া ও ভাতা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
কোরোনা পরিস্থিতিতে দুর্গাপুজো করা নিয়ে ক্লাব, পুজো কমিটির কর্তাদের সতর্ক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বদ্ধ প্যান্ডেলে যাতে পুজো না হয় তার নির্দেশ দেন তিনি । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "খোলামেলা প্যান্ডেল করার জন্য পুজো কমিটিগুলোকে অনুরোধ করব । অঞ্জলি দিতে, ঠাকুর দেখতে আসেন । তাতে ভিড় বাড়ে । প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া বাতাস বের হয় । জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে । ভেতরে দু তিনটে ভেন্টিলেটর এই কাজ করতে পারে না । ঠাকুরের জায়গাটুকু বাদ দিয়ে বাকিটা খোলামেলা রাখলে ভালো হয় ।"
কোরোনা পরিস্থিতিতে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ মুখ্যমন্ত্রীর - কোরোনা পরিস্থিতিতে খোলা প্যান্ডেলে পুজো করার নির্দেশ মুখ্যমন্ত্রীর
"প্যান্ডেলের একাংশ খোলা থাকলে হাওয়া বাতাস বের হয় । জীবাণু থাকলে তা বেরিয়ে যাবে । "
পুজো কমিটিগুলোর কাছে প্যান্ডেল নিয়ে আবেদন জানানোর পাশাপাশি দরিদ্র পুরোহিতদের জন্য বাড়ি তৈরি ও ভাতা দেওয়ার ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ইমাম ভাতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "ইমাম-মোয়াজ্জেমদের নিয়ে অনেকে বড় বড় কথা বলেন । ওয়াকফ বোর্ড কেন ভাতা দেবে ? গরিব পুরোহিত অনেকেই আমাদের কাছে সমস্যা কথা বলেছেন । তাঁদের কথা মাথায় রেখে আমরা হাজার টাকা করে মাসে দেব । সেই সঙ্গে যাদের বাড়ি নেই, বাংলা আবাস যোজনায় তাঁদের বাড়ি বানিয়ে দেব । সনাতন ধর্মের অনেকেই অনুরোধ করেছেন তাঁদের জন্য তীর্থস্থান গড়ে দেওয়ার জন্য । তীর্থস্থান গড়ে তোলার জন্য আমরা কোলাঘাটে জমি চিহ্নিত করেছি । সরকার একটি দলিত সাহিত্য অ্যাকাদেমিও গঠন করবে ।"
2011 সালে ক্ষমতায় আসার পরে ইমাম ভাতা চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই উদ্যোগকে সংখ্যালঘু তোষণ বলে সমালোচনা করেছিলেন বিরোধীরা । এবারে পুরোহিত ভাতার ঘোষণা করে মমতা সাম্যতা ফেরাতে চাইলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল । 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পুরোহিতদের জন্য ভাতা ও বাড়ি দেওয়ার ঘোষণাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল ।