কলকাতা, 29 অগস্ট: রাজ্য সঙ্গীতের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক এড়াতে পিছু হটলেন মমতা । মঙ্গলবার সর্বদল বৈঠকের প্রথমে প্রায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে রাজ্য সংগীত হিসেবে 'বাংলার মাটি বাংলার জল' বেছে নেওয়ার পরেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন । ইতিহাসবিদ তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সুগত বসু রাজ্য সংগীত হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিশেষ গানটিকে নেওয়ার বিষয়ে সুপারিশ করেন । সভার শেষ পর্বে মুখ্যমন্ত্রী জানান, বাংলা দিবস কবে নির্ধারিত হবে, তা রাজ্য বিধানসভায় আলোচনার পর জানিয়ে দেওয়া হবে । কিন্তু এই দিনের সভা থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি রাজ্য সঙ্গীত হিসাবে 'বাংলার মাটি বাংলার জল' এই গানটিকে বেছে নেওয়া হচ্ছে । মুখ্যমন্ত্রী বলেন আসুন সবাই মিলে গাই ।
গান শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেন, "রাখি বন্ধনের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা । আমার একটাই প্রস্তাব থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই গানটি লিখেছিলেন রাখি বন্ধনের সময়, তখন তিনি বাঙালিদের জন্য প্রোগ্রামটা করেছিলেন । সব সমাজকে নিয়েই কিন্তু যারা বাংলায় কথা বলে । কিন্তু বাংলায় যেহেতু বিভিন্ন পাশাপাশি ও ধর্মের লোক এখন বাস করে আজকে তিনি বেঁচে থাকলে তিনিও হয়তো বাঙালির বদলে বাংলার বলতেন । 'বাঙালির প্রাণ বাঙালির মন'-এর জায়গায় যদি আমরা 'বাংলার প্রাণ বাংলার মন বাংলার ঘরে যত ভাই বোন' এটা ব্যবহার করতে পারি কি না, আমি আপনাদের মতামত চাইব । যদি আপনারা হ্যাঁ বলেন তাহলে আমি মনে করব সব ধর্মকে, সব বর্ণকে, সব জাতিকে সব ভাষাকে, একটা ছাতার তলায় নিয়ে আসতে পারব । এইটুকু সংবিধান তো অনেকেই করে । আমি আজকে আপনাদের মতামত চাইব ।"
এই নিয়ে মতামত দিতে প্রথমেই এগিয়ে আসেন বিশিষ্ট সাংবাদিক তথা তৃণমূল মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । তিনি বলেন, "কেএম সায়গল 'আমি যখন তোমায় শুনেছিলেম'-এই গানটিকে যখন ফিল্মে গেয়েছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে গিয়েছিলেন । রবীন্দ্রনাথ লিখেছিলেন 'এইটুকু মোর রইল অভিমান কবি'... রবীন্দ্রনাথ 'কবি' শব্দটি লিখেছিলেন কিন্তু রোমান্টিক সিচুয়েশনে কবি শব্দটি যাচ্ছিল না । তখন ফিল্ম যিনি করেছিলেন পরিচালক সেটা বদল করে দিয়েছিলেন । তখন রবীন্দ্রনাথকে গিয়ে বলা হয় আপনার গানের শব্দ বদলে দেওয়া হয়েছে । রবীন্দ্রনাথ বলেছিলেন, শব্দটা বদলে যদি প্রাসঙ্গিকতা ঠিক থাকে, তাহলে তা আরও বেশি লোকের কাছে পৌঁছয় । তাহলে শব্দ বদলে ঠিক কাজ করা হয়েছে । গানের মানে তো বদলায়নি । আমরা সেই বিষয়টা এখানে নিতে পারি ।"