পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CM Assurances to Swapnadeep Father: স্বপ্নদীপের বাবাকে ফোন মুখ্যমন্ত্রীর, পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস মমতার - স্বপ্নদীপ কুণ্ডু

Mamata Banerjee called Swapnadeep Kundu Father: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী ৷ তিনি স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন বলে সূত্রের খবর ৷ সেখানেই মমতা এই আশ্বাস দিয়েছেন ৷

CM Assurances to Swapnadeep Father ETV BHARAT
CM Assurances to Swapnadeep Father

By

Published : Aug 11, 2023, 2:52 PM IST

Updated : Aug 11, 2023, 3:12 PM IST

কলকাতা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন ৷ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা ৷ অন্যদিকে, স্বপ্নদীপের মৃত্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দায় চাপানোর পালা চলছে ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেছিলেন ৷ যার জবাবে এবার পালটা রাজ্যপালের বিরুদ্ধে পুরো ঘটনার দায় চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের তিনতলা থেকে নিচে পড়ে যান প্রথমবর্ষের বাংলার বিভাগের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু ৷ অভিযোগ উঠেছে, তিনি ব়্যাগিংয়ের শিকার হয়েছেন ৷ তাঁর মৃত্যু নিয়ে ওঠা একাধিক প্রশ্নের মাঝেই স্বপ্নদীপের বাবাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, গতকাল রাতেই তিনি স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা ৷

অন্যদিকে, যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে এবার রাজ্যপালকে কাঠগড়ায় তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশও করলেন তিনি ৷ ব্রাত্য বসুর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সরসারি রাজ্যপালের নিয়ন্ত্রণাধীন ৷ তাই এটি তাঁর এবং তাঁর রাজনৈতিক গুরুদের ব্যর্থতা ৷ যাঁরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারেননি ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের জবাবে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুতে রাজ্য সরকারকে দায়ী করেছিলেন সুকান্ত মজুমদার ৷

এ দিন ব্রাত্য তাঁর টুইটে লেখেন, ‘‘রাজ্য ঘটে যাওয়া যে কোনও দুর্ভাগ্যজনক ঘটনায় বিজেপি সর্বক্ষেত্রে সরকারের দোষ খুঁজে পাচ্ছে ৷ আমি এই টুইটটা করছি ৷ আর এই মুহূর্তে যদি কোনও গাছের পাতা খসে পড়ে, তাদের মত অনুযায়ী এর জন্যও রাজ্য সরকার দায়ী হবে ! কিন্তু, বিজেপির রাজ্য সভাপতি আমাদের দোষারোপ করার তাড়াহুড়োয় ভুলে গিয়েছেন যে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সরাসরি রাজ্যপালের নিয়ন্ত্রণাধীন ৷ তাই এটা তাঁর এবং তাঁর রাজনৈতিক গুরুদের ব্যর্থতা ৷ যাঁরা এই জঘন্য ঘটনাটি আটকাতে ব্যর্থ হয়েছেন ৷’’

আরও পড়ুন:যাদবপুরে ছাত্রমৃত্যুতে হস্টেলের আধিকারিক ও ডিন অফ স্টুডেন্টকে তলব লালবাজারের

স্বপ্নদীপের মৃত্যুতে শোকপ্রকাশও করেন ব্রাত্য ৷ একটি প্রতিশ্রুতিমান প্রস্ফুটিত ফুল অকালে ঝরে গেল ৷ এটা বাংলা এবং সমাজের বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন শিক্ষামন্ত্রী ৷ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পর নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশও ৷ ইতিমধ্যে, স্বপ্নদীপের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে যাদবপুর থানার পুলিশ ৷ আত্মহত্যা না কি র‍্যাগিং-এর শিকার হয়েছেন ওই পড়ুয়া ? তা নিয়ে চলছে তদন্ত ৷ একই সঙ্গে ছাত্র-মৃত্যু নিয়ে আলাদা তদন্ত কমিটি তৈরি করেছেন রাজ্যপাল ৷ সেই কমিটিও তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Aug 11, 2023, 3:12 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details