কলকাতা, 11 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর বাবার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন ৷ ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা ৷ অন্যদিকে, স্বপ্নদীপের মৃত্যুতে সরকার ও বিরোধীদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দায় চাপানোর পালা চলছে ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনায় রাজ্য সরকারকে দায়ী করেছিলেন ৷ যার জবাবে এবার পালটা রাজ্যপালের বিরুদ্ধে পুরো ঘটনার দায় চাপালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷
গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের তিনতলা থেকে নিচে পড়ে যান প্রথমবর্ষের বাংলার বিভাগের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডু ৷ অভিযোগ উঠেছে, তিনি ব়্যাগিংয়ের শিকার হয়েছেন ৷ তাঁর মৃত্যু নিয়ে ওঠা একাধিক প্রশ্নের মাঝেই স্বপ্নদীপের বাবাকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, গতকাল রাতেই তিনি স্বপ্নদীপের বাবাকে ফোন করেছিলেন ৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মমতা ৷
অন্যদিকে, যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে এবার রাজ্যপালকে কাঠগড়ায় তুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশও করলেন তিনি ৷ ব্রাত্য বসুর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সরসারি রাজ্যপালের নিয়ন্ত্রণাধীন ৷ তাই এটি তাঁর এবং তাঁর রাজনৈতিক গুরুদের ব্যর্থতা ৷ যাঁরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারেননি ৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগের জবাবে এই কথা বলেন শিক্ষামন্ত্রী ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুতে রাজ্য সরকারকে দায়ী করেছিলেন সুকান্ত মজুমদার ৷