কলকাতা, 8 মে: রেশন নিয়ে কোনও অভিযোগ এলে সরকার ছেড়ে কথা বলবে না । আজ দলীয় বৈঠকে দলের জেলা সভাপতি ও পর্যবেক্ষকদের একথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, বৈঠকে রেশন ব্যবস্থার পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে হাসপাতাল, চিকিৎসক ও পরিযায়ী শ্রমিক সহ নানা বিষয় নিয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি ।
আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিলেও রেশন ব্যবস্থা নিয়ে দলীয় নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি । স্পষ্ট ভাষায় তৃণমূল সুপ্রিমো বলেন, "রেশন নিয়ে কোনও অভিযোগ শুনবো না । যে রেশন ডিলার দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য সরকার । BJP রেশন নিয়ে রাজনীতি করছে । সকলকে সতর্ক ভাবে কাজ করতে হবে।" এছাড়াও রাজ্যের পরিযায়ী শ্রমিকদের যাতে 100 দিনের কাজে লাগানো যায়, দলীয় নেতাদের সে কথাও বলেন মমতা । কোরোনা লড়াইয়ে সকলকে সামিল হওয়ার বার্তা দেন তিনি ।
রেশনে অনিয়ম নিয়ে দলীয় বৈঠকেও কড়া বার্তা দিলেন মমতা
ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দলের জেলা সভাপতি এবং পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । কোরোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিলেও রেশন ব্যবস্থা নিয়ে দলীয় নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ।
দলীয় নেতাদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ, "সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে হবে । চিকিৎসকদের প্রতি অমানবিক হলে চলবে না । মানবিক আচরণ করতে হবে । সকলে যাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখেন তার জন্য প্রচার করতে হবে । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের পৌরসভাগুলোকে আরও ভালোভাবে কাজ করতে হবে ।"
রেশন ব্যবস্থা নিয়ে অনিয়মের পাশাপাশি এদিন BJP-র মিথ্যা প্রচারের বিরুদ্ধে পালটা প্রচারের নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো । তিনি বলেন, "লকডাউন পরিস্থিতিতে রাজ্য সরকার যে সাধারণ মানুষের পাশে রয়েছে সেই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে । কোনওভাবেই সামাজিক দূরত্ব বা আইন না ভাঙা যাবে না । সেটা নিশ্চিত করতে হবে । সকলে একজোট হয়ে কোরোনা যুদ্ধে জিততে হবে ।"